বাংলারজমিন

মৌলভীবাজারে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

৭ আগস্ট ২০১৯, বুধবার, ৯:২৮ পূর্বাহ্ন

 সিলেট প্রেস বিটারিয়ান সিনেডের অবৈধ কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে ও অপসারণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন সিনেডের সদস্য, পুরোহিত ও পরিচারকরা। গতকাল  দুপুরে মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে রেভারেজ স্বপন হেমব্রমের সভাপতিত্বে ও সোনিয়া মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, ব্রায়ান্ট ব্রুনেল প্রেন্টিস মুন্না, নরেন বিশ্বাস, ডিকন শানু বিশ্বাস, সাইমন সরকার, সখরিয় কট, রঞ্জন পাত্র, বি.বি প্রেন্টিস, আর্নেসট অরুন প্রমুখ। বক্তারা বলেন এই সংগঠনের আওতায় সিলেট বিভাগে ৯০টি চার্চ রয়েছে। সিলেট প্রেসবিটারিয়ান সিনড একটি খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠান এবং এটি জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রিকৃত। কিন্তু ২০১৬ সাল থেকে সিলেট প্রেসবিটারিয়ান সিনডের তথাকথিত মেয়াদোত্তীর্ণ কর্মকর্তারা সংগঠনের কোনো সাধারণ সভা করছেন না। তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে রয়েছেন। শুধু তাই নয়, এই কর্মকর্তারা সিনডের (সংস্থা) কোটি কোটি টাকার সম্পদ অবৈধভাবে বিক্রি, লিজ ও আত্মসাতের পাঁয়তারা করছেন। সে লক্ষ্যে সিনডের ট্রাস্টেও আয়-ব্যয়ের কোনো হিসাব সদস্যদের দেয়া হচ্ছে না।
 তাই ওই সংস্থা ও এর সম্পদ সুরক্ষার স্বার্থে সিনডের সর্বস্তরের সদস্যরা, পুরোহিতরা ও পরিচালকরা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছে। মানববন্ধন শেষে দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে প্রদান করা হয়।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status