বিশ্বজমিন

ভারতের উপযুক্ত জবাব দিতে সরকারকে পূর্ণ সমর্থন দেবে পিএমএলএন

মানবজমিন ডেস্ক

৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ১১:৩০ পূর্বাহ্ন

কাশ্মীর ইস্যুতে ভারত সরকারকে উপযুক্ত জবাব দিতে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সরকারকে ‘পূর্ণ সহযোগিতা’ দেবে বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর পিএমএলএনের এমন সহযোগিতা প্রস্তাব করেছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। এ খবর দিয়েছে অনলাইন ডন। তবে নওয়াজ শরীফের মেয়ে ও দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ তার চাচার এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে শাহবাজ শরীফ হাত মেলাবেন এমনটা তিনি মানতে পারছেন না। মরিয়ম নওয়াজ বলেছেন, বর্তমান সরকার জনপ্রতিনিধিত্বহীন। তারা পাকিস্তানকে প্রতিটি বিষয়ে ‘হাঁটুর কাছে’ নামিয়ে এনেছে। এই সরকারকে বিরোধীদের কোনো সমর্থন প্রস্তাব করা উচিত নয়। তার ভাষায়, ইমরান খান সরকারের প্রতি যেকোন সমর্থন দেয়ার মাধ্যমে আরো ধ্বংস আরও ভয়াবহতাকে টেনে আনা হবে। এই সরকার শুধু জানে আত্মসমর্পণ করতে। তাদেরকে কোনো ‘বেইলআউট’ দেবেন না। পাকিস্তানকে এই সঙ্কটে টেনে আনার জন্য শুধু তারাই দায়ী। এখানেই এর শেষ হবে না। বিরোধীদের সতর্ক হওয়া উচিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status