দেশ বিদেশ

স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের পদে থাকার অধিকার নেই: মান্না

স্টাফ রিপোর্টার

৩ আগস্ট ২০১৯, শনিবার, ৯:২৫ পূর্বাহ্ন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এডিস মশা মারার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। তারা প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় থাকেন। স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের নিজেদের পদে থাকার নৈতিক অধিকার নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, সারা দেশে ডেঙ্গুর বাহক এডিস মশা ছড়িয়ে পড়েছে। অবস্থা ভয়াবহ। এমন পরিস্থিতিতেও মন্ত্রী এবং মেয়ররা প্রধানমন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় বসে আছেন। এ রকম একটি ব্যাপারে যদি প্রধানমন্ত্রীর নির্দেশের প্রয়োজন হয়, তা হলে ঢাকার দুই সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রী এবং সংশ্লিষ্টদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়র মশা মারার জন্য পর্যাপ্ত ওষুধ আমদানি করতে পারেনি এবং সময়মতো ব্যবস্থা নেননি। ডেঙ্গু প্রতিরোধে কলকাতার উদাহরণ টেনে নাগরিক ঐক্যের নেতা বলেন, মানুষের প্রতি সরকার যে দায়বদ্ধ তার প্রমাণ পশ্চিমবঙ্গ। আর মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকলে কী হয়, সেটার প্রমাণ বাংলাদেশ।
বিরোধী দলীয় রাজনীতি অনৈক্য ও আপোষকামিতায় আটকে আছে বলে জানান জাতীয় ঐক্যফ্রন্টের এই অন্যতম শীর্ষ নেতা। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে এবং নিয়মিত গণতন্ত্রের চর্চা করলে সরকার এতটা স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারত না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা মোমিনুল ইসলাম, জাহিদ-উর রহমান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status