বিনোদন

‘নিজের চ্যানেলে ইচ্ছেমতো কাজ করতে পারছি’

ফয়সাল রাব্বিকীন

২ আগস্ট ২০১৯, শুক্রবার, ৯:০৯ পূর্বাহ্ন

আমি সব সময়ই নতুন ও তরুণ মেধাবী শিল্পীদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। এটা সেই শুরু থেকেই। তেমনই একজন মেধাবী শিল্পীর কাজ করলাম। আমার সুর ও সংগীতে তারেকের গাওয়া ‘অভিমানি প্রেম’ গানটি থেকে ভালো সাড়া মিলছে। সামনেও মেধাবীদের নিয়ে এমন কাজ করে যেতে চাই। এ কথাগুলো বলেছেন জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তরুণ কন্ঠশিল্পী টি কে তারেকের গান ‘অভিমানি প্রেম’। ইরফানের কথায় গানটির সুর ও সংগীত হাবিবের। গান ও ভিডিওটি নিজেই প্রযোজনা করেছেন হাবিব। আর এ গান থেকে বেশ ভালো সাড়া মিলছে। হাবিব বলেন, তরুণ যারা ভালো গায় তাদের সঙ্গে কাজ করতে ভালো লাগে। তারেক অত্যন্ত মেধাবী শিল্পী। তার কন্ঠ আমার খুব ভালো লেগেছে। এ কারণেই কাজটি করা। আমার বিশ্বাস সে সামনেও ভালো করবে। হাবিব ওয়াহিদের হাত ধরে এর আগেও সংগীতে এসে চমক দেখিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্‌সি। পাশাপাশি হাবিবের কাছ থেকে সংগীত শিখেছেন আরেক জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক আরফিন রুমি। এর বাইরেও এ প্রজন্মের বেশ কিছু শিল্পীই হাবিবের সুরে গান করে সফলতা পেয়েছেন। বর্তমানে নিজের চ্যানেল ও অন্য কোম্পানি থেকে নিয়মিত গান প্রকাশ করছেন হাবিব। শুধু নিজের নয়, নিজের চ্যানেলে অন্যের গানও প্রকাশ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় চলতি বছর পড়শী ও লিজার গান প্রকাশ করেছেন। গানগুলোর সুর ও সংগীত হাবিবের করা। এ গানগুলো এরইমধ্যে বেশ পছন্দও করেছেন শ্রোতারা। এদিকে হাবিবের ইউটিউব চ্যানেলটি সম্প্রতি তিন লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। নিজের চ্যানেলে গান প্রকাশ প্রসঙ্গে হাবিব বলেন, আমি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করি। সেদিক থেকে আমার নিজের চ্যানেলে ইচ্ছেমতো কাজ করতে পারছি। এক্ষেত্রে আমি নিজের বেশ কিছু গান প্রকাশ করেছি। পাশাপাশি আমার সুর ও সংগীতে অন্য শিল্পীদের গানও করেছি। শ্রোতারা গানগুলো গ্রহণ করছেন। এটা আমার জন্য বড় পাওয়া। আসলে অডিওর পাশাপাশি যেন ভিডিওটাও সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকটায় লক্ষ্য রেখে কাজ করছি। সামনেও আমার চ্যানেল থেকে নিয়মিত নিজের ও অন্যের গান করবো। আপনার গানে আপনিই পারফর্ম করছেন। এটা কেমন উপভোগ করছেন? হাবিব বলেন, এরইমধ্যে আমি অনেক গানের ভিডিওতেই নিজে পারফর্ম করেছি। সত্যি বলতে আমি যেহেতু নিজেই গান তৈরি করি। সেক্ষেত্রে আমার একটা চিন্তা থাকে। সেই চিন্তার প্রতিফলন কিন্তু আমি সব থেকে ভালোভাবে করতে পারবো। আমার নিজস্ব চিন্তাভাবনাটা ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা থাকে। আর ভিডিওগুলোতে আমার পারফরমেন্স দর্শকরা পছন্দও করছেন। তাই আমিও আগ্রহ নিয়েই কাজটি করছি। তবে একই ধরনের কাজ আমি করতে চাই না। অডিও হোক আর ভিডিও, ভিন্নধর্মী যেন হয় সেটা আমার মধ্যে কাজ করে সব সময়। নতুন গান সম্পর্কে বলুন। হাবিব বলেন, স্টুুডিওতে নতুন গানের কাজ নিয়মিতই করছি । গত কিছুদিনে কয়েকটি ট্র্যাক তৈরি হয়ে গেছে। ইচ্ছে আছে সেগুলো ভিডিওসহ নির্দিষ্ট সময় পর পর প্রকাশের। নিজের চ্যানেলের বাইরে অন্য কোম্পানির কাজও করছি। আশা করছি খুব ভালো কিছু গান সামনে উপহার দিতে পারবো। বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন দেখছেন? হাবিব বলেন, ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ না। আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি। তরুণ প্রজন্ম ভালো কাজ করছে। তবে একটি বিষয় সব সময় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ভ্যারিয়েশন। একটি গান যেন আরেকটি থেকে আলাদা হয় সেটা মাথায় রাখতে হবে। না হলে শ্রোতারা বিরক্ত হবে। আমি নিজেও সব সময় চেষ্টা করি গানের কথা, সুর ও সংগীতে ভিন্নতা আনার। এটা খুব বড় বিষয়।

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status