খেলা

ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে সাকিব

স্পোর্টস রিপোর্টার

৩১ জুলাই ২০১৯, বুধবার, ৪:০৩ পূর্বাহ্ন

ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিলেন সাকিব আল হাসান। বুধবার দুপুরে রংপুর রাইডার্সের স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের হেড কোয়ার্টারে উপস্থিত হয়ে চুক্তি সম্পন্ন করেন জাতীয় দল থেকে ছুটিতে থাকা সাকিব আল হাসান।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গত টানা তিন আসরে ঢাকা ডায়নামাইটসকে নেতৃত্ব দেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এবং তিনবারই দলকে নিয়ে যান ফাইনালে। এতে ২০১৬’র আসরে শিরোপার গৌরব কুড়ায় ঢাকা ডায়নামাইটস। ২০১৭’র ফাইনালে রংপুর রাইডার্সের কাছে হেরে শিরোপা খোয়ায় ঢাকা। আর বিপিএলের সর্বশেষ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপা কুড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার রংপুর রাইডার্সের স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের হেড কোয়ার্টারে উপস্থিত হন জাতীয় দল থেকে ছুটিতে থাকা সাকিব আল হাসান। রাইডার্সের জার্সি গায়ে আগেও খেলতে দেখা গেছে সাকিবকে। ২০১৫’র বিপিএলে ভিন্ন মালিকের অধীনে অংশ নিয়েছিল রংপুর রাইডার্স। সেবার বল হাতে ১৮ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান। তবে সেবার তার ব্যাট ছিল অনুজ্জ্বল। ১১ ম্যাচে সাকুল্যে ১৩৬ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এর আগে খুলনা রয়েল বেঙ্গলস (২০১২) ও ঢাকা গ্লাডিয়েটর্সের (২০১৩) জার্সি গায়ে খেলেন সাকিব।

এবার রংপুর রাইডার্সে আইকন প্লেয়ার হিসেবেই খেলবেন সাকিব আল হাসান। শেষ দুই মৌসুমে যে মর্যাদাটা ছিল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। বুধবার ঢাকা ডায়নামাইটস দলের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম সংবাদমাধ্যমকে বলেন, আর সবার মতো আমরাও শুনেছি সাকিব রংপুরে সই করেছেন। এটা একান্তই তার ব্যাপার। আইকন প্লেয়ার ইচ্ছে মতো দল পাল্টাতে পারেন। কাজেই নিয়ম ও আইনেও দল পাল্টানোর অধিকার দেয়া আছে। সাকিব সবসময়ই আমারও প্রিয় ক্রিকেটার। আমি আসলে এ বিষয়ে অফিসিয়াল কোনো কমেন্ট করেত চাই না। সাকিবের জন্য শুভ কামনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status