বাংলারজমিন

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

মো. রেজাউল প্রধান, ঠাকুরগাঁও থেকে

২৯ জুলাই ২০১৯, সোমবার, ৯:৪০ পূর্বাহ্ন

শনিবার ঠাকুরগাঁওয়ে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবক লীগ। জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে শহরের বিভিন্ন সড়কে সাড়ে ৪ কিলোমিটার জুড়েই দলটির বর্ণাঢ্য শোভাযাত্রায় নেমেছিল মানুষের ঢল। পুরো পথই পরিণত হয়েছিল জনতরঙ্গে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক ইউনিটের নেতাকর্মীকে সুদীর্ঘ এই র‌্যালিতে অংশ নিতে দেখা যায়। দুপুর ১২টায় জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের দীর্ঘপথ অতিক্রম করে একই জায়গায় এসে শেষ হয়। জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তাঁতিপাড়া, কালিবাড়ি, শহীদ মোহাম্মদ আলী সড়ক, চৌরাস্তা, হলপাড়া, স্বর্ণকারপট্টি, নরেশ চৌহান সড়ক, ঘোষপাড়া, বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুদ হুদা শাহ এ্যাপোলোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম গোলাম ফারুক রুবেল, দপ্তর সম্পাদক জুলফির আলী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম তালাশ, সাধারণ সম্পাদক, মো. পান্না, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status