এক্সক্লুসিভ

জাতীয় চার নেতাকে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ

কাজী সোহাগ

২৪ জুলাই ২০১৯, বুধবার, ৯:০৩ পূর্বাহ্ন

জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামানকে নতুনভাবে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সংসদে দেয়া চার নেতার বক্তব্য নিয়ে বই লিখছেন তিনি। আগামী বছরের বইমেলাতে পাওয়া যাবে বইটি। এরইমধ্যে সংসদ সচিবালয় থেকে জাতীয় চার নেতার বক্তব্য সংগ্রহের কাজ শুরু করেছেন। এ প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় চার নেতার সংসদ কেন্দ্রিক বক্তব্যগুলো বইয়ে প্রাধান্য পাবে। তাদের নিয়ে বইও কম লেখা হয়েছে। নতুন প্রজন্মকে তাদের সম্পর্কে ধারণা দিতেই এ উদ্যোগ নিয়েছি। পাশাপাশি এখনকার নতুন ও তরুণ এমপিরাও বইটি পড়ে উপকৃত হবে বলে আমার বিশ্বাস। আশা করি জাতীয় চার নেতাকে নিয়ে লেখা বইটিও ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে। এদিকে সংসদে দেয়া জাতীয় চার নেতার বক্তব্য সংগ্রহের জন্য ১৭ই এপ্রিল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বরাবর চিঠি দেন মোহাম্মদ নাসিম। স্পিকার পরদিনই সার্বিক সহযোগিতার জন্য সিনিয়র সচিবকে নির্দেশ দেন। জাতীয় চার নেতার মধ্যে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের প্রথম অসা্থয়ী প্রেসিডেন্ট। ১০ই এপ্রিল ১৯৭১-১৯৭২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। এম মনসুর আলী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। শেখ মুজিবুর রহমান কর্তৃক বাকশাল প্রতিষ্ঠার পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে গঠিত বাংলাদেশ সরকারে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে গঠিত অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। এরপরই জাতীয় চার নেতাকে গ্রেপ্তার করা হয়। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারের অভ্যন্তরে ব্রাশ ফায়ারে তাদের হত্যা করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status