বিনোদন

হল ফিরে পেলো ছন্দ-আনন্দ কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার

২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১:৫৪ পূর্বাহ্ন

রাজধানীর ফার্মগেটে ছন্দ ও আনন্দ নামে জোড়া সিনেমা হল দীর্ঘ সাত বছর পুলিশের জিম্মায় ছিল। তবে এর মালিকপক্ষ আল্পনা ছায়াচিত্র লিমিটেড হাইকোর্টের নির্দেশে সম্প্রতি হল ফিরে পায়। গত ৯ই মে হাইকোর্টের রায়ে সিনেমা হল দুটি কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। সিনেমা হলে দায়িত্বরত জেনারেল ম্যানেজার শামসুদ্দিন এই তথ্য জানান। তিনি জানান, ফার্মগেটে অবস্থিত এই প্রেক্ষাগৃহ দুটির জমি ডেসটিনি কর্তৃপক্ষ কিনে নিয়েছিল। পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে জমিটি সরকার জব্দ করে। পাশাপাশি হলগুলোর নিয়ন্ত্রণও নিয়ে নেওয়া হয়। ফলে এতদিন পুলিশের তত্ত্বাবধানে হল দুটি পরিচালিত হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এগুলো এখন আমরা ফিরে পেয়েছি। আধুনিক প্রজেকশনসহ সিনেমা হলের সংস্কার কাজ  করানো হবে বলেও জানান তিনি। জানা যায়, এখন থেকে ছন্দ ও আনন্দ দুটিতে চলচ্চিত্র নিয়মিত চলবে। এরমধ্যে ছন্দে পুরনো ও আনন্দ প্রেক্ষাগৃহে নতুন ছবি দর্শকরা উপভোগ করতে পারবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status