অনলাইন

প্রাইভেট কার চাপায় মৃত্যু : দীর্ঘ ২ বছর পর চালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১২:২৮ অপরাহ্ন

থানা পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের পর আসামি গ্রেপ্তার করলো পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)। প্রাইভেট কারের চাপায় পথচারী বৃদ্ধ গোয়ালার মৃত্যুর ঘটনার দীর্ঘ ২ বছর পর গ্রেপ্তার করা হয়েছে চালক নুরুল আমিনকে। গত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডস্থ জহুরা মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।

জানা গেছে, ২০১৭ সালের ১৩ই সকালে গুলিস্তানে  প্রাইভেট কারের চাপায় নিহত হন হরিদাস গোপ (৮৫)। এসময় আশপাশের লোকজন এগিয়ে গেলে গাড়ি (ঢাকা মেট্রো গ-৩৯-২৮০১) চালক নুরুল আমিন পালিয়ে যায়। ওই দিন ভোরে গাজীপুরের কালিয়াকৈরের সাদুল্লাপুর থেকে মেয়ে সন্ধ্যা রানীর কেরানীগঞ্জের বাসায় যাচিছলেন হরিদাস গোপ। এ ঘটনায় নিহত হরিদাসের পুত্র গৌতম গোপ বাদি হয়ে পল্টন থানায় মামলা করেন।

এ ঘটনায় পল্টন মডেল থানা পুলিশ প্রাইভেট কারটি আটক করলেও চালক আসামি নুরুল আমিনকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি তাকে সনাক্ত করাও সম্ভব না হওয়ায় আদালতে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এ বিষয়ে আদালত স্ব-প্রনোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। তদন্তকালে পিবিআই জানতে পারে, ঘটনার পরেই চালক নুরুল আমিন তার মোবাইফোন ও  সিম ফেলে দিয়ে আত্মগোপন করে। উক্ত প্রাইভেট কারটির মালিক জনৈক শাহআলম।

মামলা রুজু হওয়ার পর বিজ্ঞ আদালতের আদেশে শাহআলম তার প্রাইভেট কারটি নিজ জিম্মায় গ্রহণ করেন। এ বিষয়ে শাহআলমকে জিজ্ঞাসাবাদকালে তিনি চালকের একটি জাতীয় পরিচয়পত্র পিবিআইকে সরবরাহ করেন। যার নম্বরগুলো অস্পষ্ট ছিল। এছাড়া তার নিকট চালক সম্পর্কিত আর কোন তথ্য ছিল না। চালক নুরুল আমিনের পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তার আগের কর্মস্থল থেকে একটি জাতীয় পরিচয়পত্রের কপি পাওয়া যায়। যার সূত্র ধরে পিবিআই নুরুল আমিনকে সনাক্ত ও গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নুরুল আমিন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার মাছিমপুর, উত্তর হরিদচর দরগা শরীফের বেপারী বাড়ির মৃত সালামত উল্লাহর পুত্র।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status