অনলাইন

নারায়ণগঞ্জে শিশু আলিফ হত্যা

একমাত্র আসামীর ফাঁসি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২২ জুলাই ২০১৯, সোমবার, ৩:৩৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড়ের শিশু আলিফ হত্যা মামলার রায়ে একমাত্র আসামী অহিদুল ইসলাম ওরফে অহিদুল্লা (১৯) কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে নিহত আলিফের পরিবারের স্বজনরাও উপস্থিত ছিলেন। দ-িত অহিদুল্লা নোয়াখালী জেলার চরজব্বার থানার চর হাসান এলাকার মাকসুদের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, জল্লারপাড় এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী আলমগীর হোসেনের ছোট ছেলে আলিফ গত বছরের ১৬ই আগস্ট বেলা এগারোটার দিকে নিজ বাড়ির সামনে খেলা করছিল। এ সময় প্রতিবেশী নান্নু মিয়ার বাড়ির ভাড়াটে অহিদুল ইসলাম চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু আলিফকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আলিফ নিখোঁজ থাকে। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুলিশ অহিদুলের বাসার ভেতরে কংক্রিটের স্তূপের নিচ থেকে পলিথিনে মোড়ানো ও বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে আলিফের লাশ। এ ঘটনার পরদিন সকালে নিহত আলিফের বাবা সদ্য দেশে আসা আলমগীর হোসেন সদর মডেল থানায় বাদি হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ আসামী অহিদুলকে গ্রেপ্তার করে।

পরে সে আলিফ হত্যাকাণ্ডের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে একমাত্র আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। চলতি বছরের ২৬শে ফেব্রুয়ারী আদালত এই মামলার অভিযোগ গঠন হয়। মামলায় ১৬ জন স্বাক্ষীর মধ্যে ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে জেলা ও দায়রা জজ আজ এ রায় প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status