বিশ্বজমিন

সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আসাদের পাশে থাকবে রাশিয়া: পুতিন

মানবজমিন ডেস্ক

২২ জুলাই ২০১৯, সোমবার, ৩:২৯ পূর্বাহ্ন

সিরিয়া ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় মস্কোর পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছেন। রোববার পাঠানো ওই বার্তায় সিরিয়ার ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় রাশিয়া পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন পুতিন।

২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। দেশটির জনপ্রিয় শাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরাতে পশ্চিমা দেশগুলো আসাদ বিরোধীদের সাহায্য করতে শুরু করে। ফলে যুদ্ধের প্রথম দিকে বেগতিক অবস্থায় পরে যায় আসাদ সরকার। একদিকে পশ্চিমা সমর্থিত আন-নুসরা ফ্রন্ট অপরদিকে কট্টোর সুন্নি গোষ্ঠী ইসলামিক স্টেট। দেশের প্রায় সকল অঞ্চলই আসাদ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর ২০১৫ সালে দেশটিতে বাশার আল আসাদের পক্ষে যুদ্ধে অংশ নেয় রাশিয়া। অপরদিকে ইরান ও ইরান সমর্থিত লেবাননি গোষ্ঠী হেজবুল্লাহও সিরিয়ায় আসাদের সমর্থনে যুদ্ধে যোগ দেয়। ফলে ৩ বছরের মধ্যেই সিরিয়ার প্রায় পূর্ন নিয়ন্ত্রণ ফিরে আসে আসাদের হাতে।

রোববারের বার্তায় পুতিন বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে। উগ্রতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া ও রাশিয়া পরস্পরের মিত্র হিসেবে কাজ করছে। দামেস্ক-মস্কো ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা রক্ষায় অনুঘটকের ভূমিকা পালন করছে বলেও দাবি করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট তার বার্তায় নিশ্চয়তা দেন যে, সিরিয়া ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় অচিরেই সিরিয়া থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন হবে ও সেদেশের জনগণ আবার স¤পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status