খেলা

দলের বাজে পারফরম্যান্স দেখে কোচের হার্ট অ্যাটাক!

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই ২০১৯, সোমবার, ১২:০৪ অপরাহ্ন

মাঠে মোটেও ভালো খেলছিল না শিষ্যরা। তা দেখেই কিনা হার্ট অ্যাটাক হয়ে গেলো কোচ ইউজেনি নেগুর! তবে রোমানিয়ার সাবেক স্ট্রাইকার নেগুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ডাক্তাররা জানিয়েছেন, আগামী কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাকে। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন লেগে যাবে।

৫১ বছর বয়সী নেগু চলতি মৌসুমে রোমানিয়া ঘরোয়া ফুটবল লিগা ওয়ানের দল ডায়নামো বুখারেস্টের কোচের দায়িত্ব নিয়েছেন। আজ (সোমবার) লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রায়োভার মুখোমুখি হয় ডায়নামো। ম্যাচের শুরু থেকেই ডায়নামোর খেলোয়াররা ধুঁকছিলেন। আর বেঞ্চে বসে নীরবে নিজ দলের খেলা দেখে যাচ্ছিলেন দলের কোচ ইউজেনি নেগু। ম্যাচের ২৫তম মিনিটে হঠাৎ বুক চেপে ধরেন নেগু। মেডিকেল টিম বুঝতে পারে তার হৃদযন্ত্রে সমস্যা হচ্ছে। দেরি না করে নিকটস্থ ফ্লোরেস্কা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডায়নামোর কোচকে। সেখানে হার্টে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। একটা ব্যাপার সবাইকে অবাক করেছে সেটা হলো জ্ঞান ফেরার পর নেগুর প্রথম কথা ছিল, ‘ম্যাচের ফলাফল কী?’। তখন কেউ অবশ্য তাকে ফলটা জানায়নি। কারণ ম্যাচটা ২-০ গোলে হেরে যায় ডায়নামো।

ম্যাচ শেষে ডায়নামো এবং ক্রায়োভার সকল খেলোয়াড় ও স্টাফরা নেগুকে হাসপাতালে এসে দেখে যান। নেগুর সাবেক সহকর্মী ও ক্রায়োভা ক্লাবের বর্তমান স্পোর্টিং ডিরেক্টর সিলভিয়ান ক্রিসটেস্কো বলেন, এটাই ফুটবল, আমরা এটাকে পেশা হিসেবে গ্রহণ করেছি। নেগুর মতো আরো অনেক ফুটবল কোচ হার্টের সমস্যায় ভুগছেন। তারা এ নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন। আমি জানি না সে ডায়নামোর কোচ থাকবে কিনা। কারণ, এমন একটা ধাক্কা সামলে উঠতে তার বেশ কিছুদিন বিশ্রাম দরকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status