খেলা

জাতীয় জুনিয়র কুস্তি শুরু কাল

স্পোর্টস রিপোর্টার

২২ জুলাই ২০১৯, সোমবার, ৯:০১ পূর্বাহ্ন

বাংলাদেশ হ্যান্ডবল স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে দুই দিনব্যাপী আরডিডিএল জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় দেশের ৮ বিভাগের বিভিন্ন জেলা থেকে বালক ও বালিকা দুই বিভাগে সর্বমোট ২০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় বালকরা লড়বে ৪১-৪৫, ৪৮, ৫১, ৫৫, ৬০, ৬৫, ৭১, ও ৮০ কেজি; এই মোট আট ওজন শ্রেণিতে। অন্যদিকে, বালিকারা ৩৬-৪০, ৪৩, ৪৬, ৪৯, ৫৩, ৫৭, ৬১, ৬৫ কেজির ওজন শ্রেণিতে লড়াই করবে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির সভাকক্ষে এক সংবাদ সম্মেলন  এসব তথ্য জানান ফেডারেশনের সাধারন সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, এসময় আরো উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আরডিডিএল এর চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান, সিআইপি, ফেডারেশনের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ, সদস্য একেএম আব্দুল মবিন ও মাসুদুর রহমান মুন্নাসহ অন্যান্যরা। আরডিডিএল এর পৃষ্ঠপোষকতায় আগস্টে ইরানে একটি টুর্নামেন্টে দল পাঠাবে ফেডারেশন।
এদিকে আবাসন সংকটের কারণে দীর্ঘমেয়াদী ক্যাম্প করতে পারছেন কুস্তিগীররা। তাই কুস্তিগীরদের মান দিনকে দিন তলানির দিকেই যাচ্ছে। এ কারণেই একটি স্থায়ী আবাসন ব্যবস্থা খুঁজছেন কুস্তি ফেডারেশনের কর্মকর্তারা। ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদে আবেদনও করা হয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান। ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরেই আমরা দু’টি জায়গা দেখেছি। ক্রীড়া পরিষদের কাছে আবেদনও করেছি একটি বিল্ডিং তৈরি করে দেয়ার জন্য’- বলেন তিনি। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের পূর্ব দিকে একটি খালি জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য। অন্যদিকে রোলার স্কেটিংয়ের উত্তর-পূর্ব কোণে ফুলের বাগান রয়েছে। এই দু’টি জায়গার যে কোনো একটিই চাইছে কুস্তি। পালোয়ান বলেন, ‘আমরা এই দু’টি জায়গার একটির জন্য আবেদন করেছি। যাতে আমাদেরকে একটি বিল্ডিং করে দেয়া হয়। কাবাডি ও ভলিবল জায়গা পেলে আমরা কেন পাবো না?’ এদিকে আন্তর্জাতিক একটি কুস্তির টুর্নামেন্ট খেলতে আগষ্টে ইরান যাবে বাংলাদেশ দল। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্ণধার ড. কাজী এরতেজা হাসান বলেন, ‘আগষ্টে ইরানে একটি টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ দল। তাছাড়া আগামী বছর ঢাকাতেই আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status