বাংলারজমিন

দোকান ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন

নীলফামারী প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, সোমবার, ৮:৩৯ পূর্বাহ্ন

অবশেষে দোকান মালিকদের তীব্র আন্দোলনের মুখে নীলফামারী চেম্বার আয়োজিত মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন পিছিয়ে ২০শে জুলাই থেকে ১লা সেপ্টেম্বর করা হয়েছে। শনিবার রাতে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাসায় চেম্বার প্রতিনিধি এবং দোকান মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি উপেক্ষা করে ঈদুল আজহার মাত্র কয়েকদিন আগে নীলফামারী বড় মাঠে বিশাল পরিসরে মাসব্যাপী বাণিজ্য মেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল নীলফামারী চেম্বার। এদিকে গত শনিবার ২০শে জুলাই মেলার উদ্বোধনের দিন বিকালে শহরের শত শত ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে পড়েন। তারা পৌর মার্কেটের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও সমাবেশ শেষে মিছিল সহকারে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাসায় অবস্থান নেয় এবং মেলা ঈদুল আজহার পরে উদ্বোধনের দাবি জানান। পরে শোকের মাস আগস্টেও মেলার আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে বিধায় ১লা সেপ্টেম্বর মেলা উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হয়। অপর দিকে শহরের একমাত্র বড় মাঠটির বিরাট অংশ মেলার জন্য ২-৩ মাস ঘিরে রাখা নিয়েও বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাঠের ওই অংশটি নীলফামারী টাউন ক্লাবের হওয়ায় প্রতিবছর মোটা অঙ্কের বাণিজ্য হয় মাঠটি ঘিরে। স্থানীয়দের অভিযোগ. মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান শেষে মাঠটি ব্যবহারে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে থাকে। সংশ্লিষ্টরাও হাত গুটিয়ে বসে থাকায় সকাল সন্ধ্যায় মাঠে ঘুরতে আসা শহরবাসী পড়েন চরম বিপাকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status