বাংলারজমিন

অবশেষে ঠিকানা হলো সেই বৃদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, সোমবার, ৮:৩৯ পূর্বাহ্ন

নিয়মের বেড়াজালে সরকারি-বেসরকারি কোনো হাসপাতাল এমনকি বৃদ্ধাশ্রমেও ঠাঁই হচ্ছিল না টাঙ্গাইলের মির্জাপুরে পুত্রবধূর ফেলে যাওয়া এক বৃদ্ধার। তখন ঢাকার কল্যাণপুরস্থ ‘চাইল্ড অ্যান্ড এইজ কেয়ার’ নামক একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঢাকা থেকে এসে রাস্তায় পড়ে থাকা সেই বৃদ্ধাকে নিজেদের কাছে নিয়ে গেলেন। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী বাইপাস এলাকা থেকে ‘পারি ফাউন্ডেশন’ ও ‘মির্জাপুর আইডিয়াল গ্রুপ’ সদস্যদের সহায়তায় ওই বৃদ্ধাকে নিয়ে যান তারা। এর আগে গত ১৯শে জুলাই দৈনিক মানবজমিনে ‘বৃদ্ধা শাশুড়িকে রাস্তায় ফেলে গেল পুত্রবধূ’ শিরোনামে সচিত্র একটি প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে তা দৃষ্টিগোচর হয় ‘চাইল্ড অ্যান্ড এইজ কেয়ার’ নামক এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠানের। অবশ্য সংবাদ প্রকাশের পরপরই উপজেলার গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা আক্তার আইডিয়াল গ্রুপ নামের ফেসবুক সংগঠনের সদস্যদের নিয়ে ওই বৃদ্ধাকে পার্শ্ববর্তী একটি বৃদ্ধাশ্রমে রাখার চেষ্টা করেন। কিন্তু ওই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ তাকে না রাখায় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। শেষে ঘোষণা দেন ওই বৃদ্ধার স্থায়ী কোনো ব্যবস্থা না করতে পারলে নিজের কাছেই রেখে দিবেন তাকে। অবশেষে ঠিকানা হলো অসহায় বৃদ্ধার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status