বাংলারজমিন

শাল্লায় পুড়ানো হলো নিষিদ্ধ জাল

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, সোমবার, ৮:৩৮ পূর্বাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি হিসেবে ৪র্থ দিনে নিষিদ্ধ জাল ও ফরমালিন বিরোধী অভিযানে ২টি বাজার থেকে ১০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করেন সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মুক্তাদির হোসেন। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ ভবনের সামনে আগুনে পুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন। এই সঙ্গে নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডিত করা হয়। দণ্ডিতরা হলো উপজেলার শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারের ব্যবসায়ী আমির হামজা ও উজ্জল মিয়া এবং সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজারের ব্যবসায়ী তৃশান দাস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status