বাংলারজমিন

চরভদ্রাসনে ৩ হাজার পরিবার পানিবন্দি

চরভদ্রাসন প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, সোমবার, ৮:২৯ পূর্বাহ্ন

 ফরিদপুরের চরভদ্রাসনে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও সেই সঙ্গে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল ও উপজেলা সদরসহ প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে গত কয়েকদিন ধরে পানিবন্দি হয়ে থাকলেও পরিবারগুলো এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণসামগ্রী পায়নি। এতে গবাদিপশু, বৃদ্ধ ও শিশুদের নিয়ে দুর্বিষহ মানবেতর জীবনযাপন করে চলেছে উপজেলার পানিবন্দি হাজার হাজার পরিবার। রোববার সরজমিনে উপজেলার সদর ইউনিয়ন ও গাজিরটেক ইউনয়নসহ আরো বেশকিছু স্থান ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলসহ উপজেলার নিম্নাঞ্চল এলাকায় প্রায় পাঁচ হাজার পরিবারের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে এবং সেই সঙ্গে প্রায় তিন হাজার পরিবার সম্পূর্ণভাবে পানিবন্দি হয়ে পড়েছে। এতে পানিবন্দি পরিবারগুলো গবাদি পশুসহ পরিবারের লোকজনদের নিয়ে একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয়কেন্দ্রসহ আশেপাশের বিভিন্ন উঁচু স্থানে আশ্রয়ের জন্য ছুটে চলেছে। অপরদিকে, পানি বৃদ্ধির ফলে  চরাঞ্চলসহ উপজেলা সদরের প্রায় বেশকিছু এইচবিবি ও কাঁচা রাস্তা বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন স্থানের যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তা-ঘাট। রোববার উপজেলা সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মৃধা ও হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন খান জানান, গত কয়েকদিনের পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের ইউনিয়নের অনেক চরাঞ্চলসহ উপজেলার নিম্নাঞ্চল এলাকাগুলোর প্রায় হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ফলে তারা তাদের গৃহপালিত পশু, পাখিসহ পরিবারের বৃদ্ধ ও শিশু বাচ্চাদের নিয়ে মানবেতর জীবনযাপন করে চলেছে। এরপর আবার অসহায় পরিবারগুলোতে সরকারের পক্ষ থেকে মিলছে না কোনো ত্রাণসামগ্রী। ফলে পানিবন্দি অবস্থায় অসহায় পরিবারগুলো প্রতিদিন চরমভাবে বিষাক্ত সাপ, বিচ্ছু, পোকামাকড়ের আক্রমণের আতঙ্কে দিন পার করে চলেছে।

উপজেলার পানিবন্দি পরিবারগুলোতে সরকারের পক্ষ থেকে কোন সহায়তা দেয়া হয়েছে কিনা জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, আমরা গত শুক্রবার উপজেলার গাজিরটেক ইউনিয়নের মৈজদ্দিন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া ৪০পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেছি এবং গতকালও উপজেলার পানিবন্দি পরিবারগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানান।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status