বাংলারজমিন

নেত্রকোনায় বাড়ছে জনদুর্ভোগ

নেত্রকোনা প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, সোমবার, ৮:২৯ পূর্বাহ্ন

নেত্রকোনায় বন্যাপরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাড়ছে জনদুর্ভোগ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা সবক’টি ইউনিয়ন প্লাবিত হয়। এতে রাস্তাঘাট, পুকুরের মাছ, বীজতলা ও সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতি হয় ব্যাপক। এ ছাড়াও নেত্রকোনা সদর, বারহাট্টা, মোহনগঞ্জ, মদন, কেন্দুয়া উপজেলায় নিম্নাঞ্চলে সবজি ক্ষেত ও বীজতলার ব্যাপক ক্ষতি হয়। গত কয়দিন বৃষ্টি না থাকায় জেলার কংশ ও সোমেশ্বরীর পানি কমতে থাকায় বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বন্যার পানির তোড়ে ভাঙা রাস্তা ভেসে উঠায় চলাচলে জনদুর্ভোগ বাড়ছে। বীজতলা নষ্ট হওয়ায় রোপা আমন মৌসুমের আবাদ নিয়ে কৃষকদের মাঝে শঙ্কা সৃষ্টি হচ্ছে। শত শত পুকুরের মাছ ভেসে যাওয়ায় মাছচাষিরা তাদের সম্বল হারিয়ে দিশাহারা। এই ক্ষতি কীভাবে পোষাবেন সেই চিন্তায় ঘুম হারাম। সবজি চাষিদের একই কথা। বন্যাকবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। পানি কমতে থাকায় কিছু কিছু প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া বেশিরভাগ টিউবওয়েল পানিতে নিমজ্জিত ছিল।
যে কারণে পানি কমতে থাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বারহাট্রা উপজেলার রায়পুর ইউনিয়নের কর্নপুর গ্রামের সবজি ও মৎস্যচাষি আবদুল গনি তালুকদার জানান, তার পুকুরসহ বহু পুকুরে মাছ বন্যার পানিতে ভেসে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া সবজিক্ষেত ও বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, পানি দ্রুত না সরলে আমরা আরো ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। বারহাট্রা উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমী বলেন, বন্যার পানিতে বারহাট্রা উপজেলার সবকটি ইউনিয়নে কমবেশি ক্ষতি হয়েছে। ক্ষতি নিরূপণের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status