বাংলারজমিন

বাঁচতে চায় ছোট্ট তামিমা

সিকৃবি প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, সোমবার, ৮:২৮ পূর্বাহ্ন

৯ বছরের একটা ছোট্ট মেয়ে। এই বয়সে বই ভর্তি ব্যাগ নিয়ে স্কুলে যাবার কথা। অথচ মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছে তায়্যিবা আলম তামিমা। সে অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (অগখ গ২) বা অস্থিমজ্জার ক্যানসারে ভুগছে। তামিমার বাবা মো. শফিউল আলম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের সেকশন অফিসার, মা রেহেনা খাতুন গৃহিনী। বাবা তার জায়গা সম্পত্তি বিক্রয় করে মেয়ের চিকিৎসা শুরু করেছেন। গত ২৬শে মে ভারতের বেঙ্গালুরে কিডওয়াই মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে চিকিৎসার অংশ হিসেবে প্রথম কেমো থেরাপি দেয়া হয়। প্রথম কেমো থেরাপি দেয়ার পর পুনরায় বোনমেরু পরীক্ষা করা হয়। এতে ডাক্তার যত দ্রুত সম্ভব বোনমেরু পরিবর্তনের পরামর্শ প্রদান করেন। বোনমেরু বা অস্থিমজ্জা পরিবর্তন করতে কোটি টাকার প্রয়োজন। অসহায় বাবা-মা কোথায় পাবেন এতো টাকা। সবার সহযোগিতায় বেঁচে উঠতে পারে  ছোট্ট শিশুটি। তামিমাকে সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর: ০১৭১২৬৩৬২৪০ (পার্সোনাল অ্যাকাউন্ট)। ব্যাংক একাউন্ট: মো. শফিউল আলম, হিসাব নং ২০৬৩০১০০০০১৮৬৭, রূপালী ব্যাংক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। হিসাব নং ৫৬১০১০১০১৯২৫৮, সোনালী ব্যাংক, আম্বরখানা শাখা, সিলেট। হিসাব নং ২০১১৫১০১৩৬০৫৩, ডাচ্‌ বাংলা ব্যাংক, আম্বরখানা শাখা, সিলেট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status