বাংলারজমিন

বঙ্গবন্ধুর ছবি আঁকতে রংপুর থেকে হেঁটে টুঙ্গিপাড়ায় রফিকুল

গোপালগঞ্জ প্রতিনিধি

২১ জুলাই ২০১৯, রবিবার, ৯:৪০ পূর্বাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চির-নিদ্রায় শায়িত স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির-জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে রংপুর থেকে পায়ে হেঁটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছালেন রিকশাচালক রফিকুল ইসলাম রফিক। জেলায় জেলায় বঙ্গবন্ধুর ছবি অঙ্কন ও জাতির পিতার কবর জিয়ারতের স্বপ্ন বাস্তবায়নেই তার এই পদযাত্রা। স্থানীয় গণমাধ্যম কর্মীদের রফিকুল ইসলাম বলেন, ৭১ সালে বঙ্গবন্ধুর ভাষণ শোনার পর থেকেই তিনি জাতির পিতার ভক্ত। এরপর থেকেই বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ছবি আঁকতে থাকেন তিনি। গত ১৩ই জুন রংপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ছবি আঁকতে এবং কবর জিয়ারত করার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা করেন রফিকুল। ৩৫ দিন পর গত ১৮ই জুলাই তিনি গোপালগঞ্জে পৌঁছে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় বঙ্গবন্ধুর একটি ছবি অঙ্কন করেন। এরপর গতকাল ২০শে জুলাই তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধী সৌধে পৌঁছে জাতির পিতার ছবি অঙ্কন করেন। এরআগে রফিকুল ১১ জেলার ২৬টি স্থানে বঙ্গবন্ধুর ছবি অঙ্কন করে পরিবেশবান্ধব একটি করে কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন। আগামী ৪ঠা আগস্ট গণভবনে বঙ্গবন্ধুর একটি ছবি অঙ্কন ও একটি গাছ রোপণের পর তার পদযাত্রা শেষ করবেন বলেও জানান তিনি। পেশায় রিকশাচালক রফিকুল ইসলামের বাড়ি রংপুর শহরের তাজহাটা বাবুপাড়া এলাকায়। স্ত্রী রাশিদা বেগম দুই মেয়ে ও ৩ ছেলেসহ বাবাকে নিয়ে এক বাড়িতেই বসবাস করেন তিনি। ছেলেদের হাতে সংসারের দায়িত্ব বুঝে দিয়ে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা নিয়েই স্বপ্ন পূরণে ঘর থেকে বের হয়েছেন ৫৯ বছর বয়সী এই মানুষটি। রিকশা চালানোর পাশাপাশি প্রেস শ্রমিকের কাজও করেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনের দেয়ালে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি অঙ্কন করেছেন তিনি। নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়াতে তিনি জেলায় জেলায় বঙ্গবন্ধুর ছবি অঙ্কন করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status