বাংলারজমিন

প্রতি উপজেলা থেকে ১ হাজার শ্রমিক বিদেশে পাঠানো হবে- সচিব রৌনক জাহান

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২১ জুলাই ২০১৯, রবিবার, ৯:৪০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে ইশতেহারে প্রতিটি উপজেলা থেকে এক হাজার করে শ্রমিক বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এজন্য দালালমুক্ত, দক্ষ, প্রশিক্ষিত শ্রমিকদের বৈধভাবে পাঠানোতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাংবাদিকসহ সকলকে এগিয়ে আসতে হবে। গতকাল সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থানের সচিব রৌনক জাহান এসব কথা বলেন। ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও এডিসি জেনারেল (সার্বিক) মো. বেলায়েত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যুগ্ম সচিব নাসরীন জাহান। এ সময় জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জি টু জি প্রক্রিয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। ৩৫০০০ প্রবাসীকে প্রায় ৪০০ শত কোটি টাকা সহজ শর্তে ঋণ প্রদান করা হয় প্রবাসী ব্যাংকের মাধ্যমে। প্রতিটি উপজেলা থেকে ১০০০ শ্রমিক বিদেশে পাঠানো হবে। ময়মনসিংহ জেলার মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক বিদেশে যায় গফরগাঁও থেকে। দালাল চক্রের হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়। শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বিদেশে পাঠানো হবে। যাতে করে শ্রমিকরা বিদেশে গিয়ে না ঠকে। দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে প্রায় ৬০টি ট্রেডে ট্রেনিং দেয়া হয় এই মন্ত্রণালয়ের মাধ্যমে।
জেলা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করে সরকারিভাবে বিদেশে যাওয়ার জন্য পরামর্শ দেন বক্তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status