খেলা

বাংলাদেশের বিপক্ষেও নেই চান্ডিমাল

স্পোর্টস রিপোর্টার

২১ জুলাই ২০১৯, রবিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এত বড় স্কোয়াডেও জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ চান্ডিমালের। এবারের বিশ্বকাপেও শ্রীলঙ্কা দলে উপেক্ষিত ছিলেন সাবেক অধিনায়ক চান্ডিমার। বাংলাদেশের বিপক্ষে বাদ পড়েছেন বিশ্বকাপ দলে থাকা মিলিন্ডা সিরিবর্ধনে ও লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসেও। তবে কপাল খুলেছে দুই ওপেনার নিরোশান ডিকওয়েলা-দানুশ গুনাথিলাকা, শিহান জয়াসুরিয়া, দানুশ শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোন্সে, লাকশান সান্দাকান ও লাহিরু মধুশানকার। আগামী ২৬শে জুলাই তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৮ ও ৩১শে জুলাই। শ্রীলঙ্কার কোচ হিসেবে এটি চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ী সিরিজ। দেশটির ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে চুক্তির ১৬ মাস বাকি থাকতেই চাকরি হারাচ্ছেন বাংলাদেশের সাবেক এই কোচ। এদিকে, বাংলাদেশও শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অন্তর্বর্তীকালীন কোচ নিয়ে। কেয়ারটেকার কোচের দায়িত্বে আছেন বিসিবির ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুসাল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কুসাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, শিহান জয়াসুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, দানুস্কা গুনাথিলাকা, দানুশ শানাকা, ভানিন্দু হাসারঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোন্সো, লাকশান সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাহিরু মধুশানকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status