বাংলারজমিন

মৌলভীবাজারে কলেজছাত্রীকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২১ জুলাই ২০১৯, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

কলেজ থেকে বাড়ি ফেরার পথে সুমাইয়া আক্তার নামে কলেজছাত্রীকে প্রকাশ্যে দিবালোকে শহরের ব্যস্ততম এলাকায় পিটিয়ে আহত করেছে এক বখাটে। সুমাইয়া মৌলভীবাজার মহিলা কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল দুপুরে শহরের বেরিরপার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমাইয়া শহরতলির মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাতপুর গ্রামের লুৎফুর রহমানের মেয়ে। এ ঘটনায় সুমাইয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুমাইয়ার পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পাঠদান শেষে বাড়ি ফেরার জন্য সুমাইয়া পৌর শহরের বেরিরপার এলাকায় আসেন। এসময় সালাম নামের এক বখাটে সুমাইয়াকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে উঠার কথা বলে। সালামের কথা মতো সুমাইয়া গাড়িতে না উঠায় সালাম সুমাইয়াকে মারধর করে। পরে আত্মরক্ষার্থে চিৎকার করলে সুমাইয়াকে রাস্তায় ফেলে সে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এসে সুমাইয়াকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।
মৌলভীবাজার মহিলা কলেজের সিনিয়র শিক্ষক অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেন ‘আহত অবস্থায় মেয়েকে তার বাবা কলেজে নিয়ে আসেন। পরে আমরা বিষয়টি প্রশাসন ও পৌর মেয়রকে জানিয়েছি।’ মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান জানান, অভিযোগ শোনে প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। এবং তাদের আইনুযায়ী পদক্ষেপে নিতে বলেছি। মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ বলেন, এর আগেও মেয়ের বাবা একাধিকবার অভিযোগ দিয়ে ছিলেন ওই ছেলের বিরুদ্ধে। সে ওই মেয়েটিকে কলেজে আসা-যাওয়ার সময় নানাভাবে উত্ত্যক্ত করত। পরে ছেলেকে ডেকে এনে সতর্ক করে দিয়েছিলাম। মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন বলেন, থানায় মামলা হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status