বাংলারজমিন

কোরবানির পরের দিনই পরিচ্ছন্ন শহর পাবে নগরবাসী: রাসিক মেয়র

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২১ জুলাই ২০১৯, রবিবার, ৯:১৫ পূর্বাহ্ন

 রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই এবং দ্রুত সময়ে বর্জ্য অপসারণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোরবানির দিন রাতের মধ্যেই সকল বর্জ্য অপসারণ করা হবে। যাতে পরদিন পরিচ্ছন্ন শহর দেখতে পারেন নগরবাসী। গতকাল দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি করপোরেশন পরিষদের বিশেষ সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। সভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভা থেকে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু জবাই করার আহ্বান জানান মেয়র। মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইয়ের কার্যক্রমটি গত কয়েক বছর থেকে হয়ে আসছে। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গৃহীত হয়েছে। এরই অংশ হিসেবে নগরীতে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিগত বছরগুলোতে পরিচ্ছন্নতার এ কাজটি সফলভাবে বাস্তবায়নে রাসিকের পরিচ্ছন্ন বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে মেয়র লিটন বলেন, ঈদুল আজহার দিন পরিচ্ছন্ন বিভাগে কর্মরত সকলের ছুটি বাতিল করা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের কর্মচারীরা ঈদের দিন থেকে নিরসলভাবে কাজ করবেন। রাতের মধ্যেই সকল বর্জ্য অপসারণ করা হবে। পরদিন পরিচ্ছন্ন নগরী আমরা দেখতে পাবো। সভায় অন্যদের মধ্যে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উল আজিম, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোমিন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status