বিশ্বজমিন

ফ্রান্সে পানিতে বিষাক্ত পদার্থের অস্তিত্ব, সতর্ক থাকার নির্দেশ

আব্দুল মোমিত (রোমেল ) ফ্রান্স থেকে

২০ জুলাই ২০১৯, শনিবার, ৮:০২ পূর্বাহ্ন

পারমানবিক বোমা বানানোর প্লান্টের বিষাক্ত রেডিয়েশন এবং মানুষের দেহের জন্য মারাত্মক ক্ষতিকারক পদার্থ ‘Tritium’ ফ্রান্সের দক্ষিণের এবং পশ্চিমের ২৬৮টি মিউনিসিপালিটির সরবরাহকৃত পানিতে মিশে গেছে। যে যে এলাকার পানিতে এসব বিষাক্ত পরমানবিক বর্জ্য মিশেছে তা হলো, Orleans, Blois, Tours, Angers, Nante, Choisy-le-roi, Val-de-Marne এবং রাজধানী প্যারিস সংলগ্ন Ile-de-France সহ মোট ২৬৮টি মিউনিসিপ্যালিটির সরবরাহকৃত পানিতে এসব বিষাক্ত পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে।

এসব এলাকায় সরবরাকৃত পানি পান করে অনেকেই অসুস্থ হয়ে ইতিমধ্যে  হাসপাতলে চিকিৎসাধীন আছেন। ফ্রান্সের ডাক্তাররা জানিয়েছেন, এই পানি পান করলে প্রথমে কোনো সমস্যা বুঝা না গেলেও ধীরে ধীরে শরীরে নানান রোগের উপসর্গ দেখা দিতে পারে। একসময় শরীর কর্মক্ষমতা হারাবে এবং দুর্বল হয়ে যাবে।

এ ব্যাপারে ফ্রান্সের পারমানবিক বোমার প্লান্টের প্রটেকশন নিউক্লিয়ার সেফটি (IRSN) কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে বলেছে যত দ্রুত সম্ভব দূষিত বর্জ্য পানিতে মেশা বন্ধ করবে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে  এক বিবৃতিতে ফরাসি জনগণকে আতঙ্কিত না হতে বলেছে এবং দ্রুত এর সমাধান করা হবে বলে জানিয়েছে। স্থানীয় বেশ কজন নাগরিক জানান ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়েছে এতে বিভ্রান্ত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ  নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status