অনলাইন

বন্যায় ৭২ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২০ জুলাই ২০১৯, শনিবার, ৫:০৩ পূর্বাহ্ন

বন্যার কারণে টাঙ্গাইলের ভূঞাপুরে ৭২ টি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি দাখিল মাদ্রাসা। উপজেলার গাবসারা ও অর্জুনা ইউনিয়নের প্রায় সবক’টি শিক্ষা প্রতিষ্ঠান চলে গেছে পানির নিচে। সরজমিনে বন্যা কবলিত বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ বিদ্যালয় বন্যার পানিতে তলিয়ে গেছে। আবার অনেক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও অফিস কক্ষে হাঁটু থেকে কোমড় পর্যন্ত পানি। পানির ¯্রােতের কারণে অনেক বিদ্যালয়ের আসবাবপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ের মাঠগুলোতে চলছে মাছ মারার ধুম। পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে বিঘœ ঘটছে। এদিকে বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হওয়ায় ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। ছোট জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, পুরো বিদ্যালয় পানির নিচে চলে গেছে। কোন রকমে বিদ্যালয়ের কাগজপত্র সরাতে পারলেও অন্যান্য জিনিসপত্র পানির নিচেই রয়ে গেছে। কবে নাগাদ বিদ্যালয়ে যেতে পারবো তা বলা মুশকিল। গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী বলেন, হঠাৎ করেই বন্যার পানিতে বিদ্যালয়ের অফিস ও নিচ তলার প্রতিটি শ্রেণিকক্ষে হাঁটু পানি থাকায় ক্লাস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। শনিবার অর্ধবার্ষিকী পরীক্ষার ফল ঘোষণার কথা ছিলো তাও সম্ভব হয়নি। পানি নেমে গেলে ফলাফল ঘোষণা ও ক্লাস কার্যক্রম চালু হবে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status