বাংলারজমিন

শিবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতাকে গণধোলাই

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

২০ জুলাই ২০১৯, শনিবার, ৮:৩৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. নবীনূর রহমানকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত আরো ২ জন পলাতক রয়েছে। গতকাল সকালে শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর বাজার এঘটনা ঘটে। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. নবীনূর রহমান চককীর্ত্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। পলাতক ২ জন নাধড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. শাহাদাৎ আলী ও পীরাটন টোকনা গ্রামের কালামের ছেলে সারওয়ার। স্থানীয়রা জানায়, গতকাল ভোর রাতে রাণীনগর তেরিচক গ্রাম থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা কৃষ্ণচন্দ্রপুর বাজারের পৌঁছালে অটো চালককে নবীনূর রহমান ও তার আরো ২ সঙ্গী কুমিল্লার এসপি সৈয়দ নূরুল ইসলামের নাম করে ভয় দেখিয়ে তার অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে এবং অটো চালকের মোবাইল ফোন ছিনতাই করে পাঠিয়ে যায়। ছিনতাইকালে অটো চালক চিৎকারে আমরা এগিয়ে আসি। আমরা পৌঁছানোর আগেই সে এবং তার সহযোগীরা পালিয়ে যায়। পরে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। আটকের পর স্থানীয় আওয়ামী লীগ ও অটোরিকশা সমিতির নেতাদের সংবাদ দেয়া হয়। পরে তাদের উপস্থিতিতে গামছা দিয়ে হাত বেঁধে তাকে ধোলাই দেয়া হয়। এদিকে, ধাইনগর ইউনিয়নের রাণীনগর তেরিচক গ্রামের অটোরিকশা চালক মৃত মংলুর মন্ডলের ছেলে বিপ্লব আলী জানান, আমরা জরুরি কাজের জন্য নাচোলের উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে ভোর রাত আনুমানিক ৩টার দিকে বের হই। অটোরিকশা নিয়ে কৃষ্ণচন্দ্রপুর বাজারে পৌঁছালে নবীনূর রহমান ও তার আরো ২ সঙ্গী ছাত্রলীগের পরিচয় ও নূরুল এসপি নাম বলে আমাকে ভয় দেখিয়ে শিবগঞ্জ নিয়ে যেতে যায়। আমি যেতে রাজি না হওয়ায় আমার অটোরিকশা ছিনতাইয়ের কথা বলে। কিন্তু অটোরিকশা ছিনতাই করতে না পারায়, তারা আমার মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। পরে আমার আত্মীয় ও অটো সমিতির সভাপতি সংবাদ দিই। এদিকে, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অটো সমিতির নেতারা বিষয়টি মীমাংসা করে দেয়। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা অটো সমিতি সহসভাপতি মো. সৈবুর রহমান, চককীত্তি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status