বাংলারজমিন

নবীগঞ্জে এইচএসসিতে পাসের হার ৭৮.২৮ শতাংশ

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

১৯ জুলাই ২০১৯, শুক্রবার, ৯:২৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে এইচএসসি পরীক্ষায় ২ হাজার ১শ’ ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১ হাজার ৭শ’ ১৬ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন। মাদ্রাসা বোর্ডে  ২২৮ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২১১ জন। পাসের হার ৯১.০৭%। জিপিএ-৫ পেয়েছে ২ জন। কলেজের মধ্যে ধারাবাহিক সফলতায় বিরল রিকর্ড স্থাপন করে অবহেলিত জনপদ ও ভাটি অঞ্চলে অবস্থিত কীর্তি নারায়ণ কলেজ। ৭০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১জন, এ গ্রেডে ১১ জন এবং এ পয়েন্ট নিয়ে ২৬ জনসহ মোট ৬৮জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এ ছাড়াও সফলতার ধারাবাহিকতা রক্ষা করেছে। বিশিষ্ট সমাজসেবক কানাডা প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাশ হতদরিদ্র জনপদের উন্নয়নে ওই কলেজ প্রতিষ্ঠা করেন। এ ছাড়াও ধারাবাহিক সফলতা দেখিয়েছে উপজেলা শহরে প্রতিষ্ঠিত (একমাত্র মহিলা কলেজ) আইডিয়েল উইমেন্স কলেজ। কলেজ থেকে ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯২.৮৬%।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status