দেশ বিদেশ

২৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

স্টাফ রিপোর্টার

১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের ২৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। মঙ্গলবার রাতে দলটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ২৩ নেতৃবৃন্দকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
তারা হলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বগুড়া জেলা শাখার সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মাৎ সুরাইয়া জেরিন রনি, বগুড়া জেলা বিএনপির সাবেক পরিকল্পনা বিষয়ক সহ-সম্পাদক মোছাম্মাৎ কহিনুর আক্তার, গাবতলী উপজেলা শাখা বিএনপি নেতা মো. এহসানুল বাশার জুয়েল, সাবেক সদস্য মোছাম্মাৎ সহমিনা আকতার বানু, কাহালু উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মোছাম্মাৎ মমতা আরজু কবিতা, শাহজাহানপুর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মোছাম্মাৎ জুলেখা বেগম, সদর থানার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মহিদুল ইসলাম গফুর, সারিয়াকান্দি উপজেলা বিএনপি সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মাৎ গোলাপী বেগম, সোনাতলা উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মাৎ রঞ্জনা খান, সোনাতলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রিপন, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গির আলম, শাহজাহানপুর উপজেলা মহিলা দল নেত্রী অ্যাড. মোছা. রহিমা খাতুন মেরী, গাবতলী উপজেলার ৬ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শিমুল সরকার, সোনাতলা উপজেলা মহিলা দলের সাবেক সদস্য খালেদা আক্তার (নয়নতারা), ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আলেকজান্ডার, আলিমুদ্দিন হারুন মন্ডল, কাহালু থানা কৃষক দল সাবেক সভাপতি প্রভাষক মো. শাহাবুদ্দিন, রাজশাহীর চারঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কায়েম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য  মো. বাবর আলী বিশ্বাস, ভোলাহাট উপজেলা মহিলা দল নেত্রী মোছাম্মাৎ রেশমাতুল আরজ রেখা, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন,চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মহিলা দল সাবেক সভাপতি সাহিদা আক্তার সেপু এবং নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জামান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status