বাংলারজমিন

নবীগঞ্জে চিরনিদ্রায় চেয়ারম্যান জাবেদ আলী, জানাজায় মুসল্লিদের ঢল

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৯:০২ পূর্বাহ্ন

নবীগঞ্জে দেবপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুম আহমদ জাবেদ আলী (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। গতকাল বিকালে দেবপাড়া মাঠে জানাজা শেষে মরহুমের লাশ সমাহিত করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লির ঢল নামে। এতে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সহসভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী জাফর সাদিক কয়েছ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, মো. আশিক মিয়া, মুহিবুর রহমান হারুন, ছাইম উদ্দিন, জাবেদুল আলম চৌধুরী সাজু, মো. নজরুল ইসলাম, বজলুর রশীদ, আলী আহমদ মুসাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতি সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও দিনারপুর পরগনা, নবীগঞ্জ উপজেলা এবং পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলা সদর থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৭ কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী, সাবেক সংসদ সদস্য আলহাজ শেখ সুজাত মিয়া, এমএ মুনিম চৌধুরী বাবু, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলহাজ ডা. মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, মো. আব্দুল মালিক। উল্লেখ্য, উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদে পরপর দু’বার নির্বাচিত অ্যাডভোকেট মাছুম আহমদ জাবেদ আলী হবিগঞ্জ আদালতের একজন খ্যাতিমান আইনজীবী ছিলেন। এ ছাড়াও উপজেলার সালিশ বিচারক হিসেবে তার সুখ্যাতি ছিল।





   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status