বাংলারজমিন

সার্জেন্ট কিবরিয়ার জানাজায় জনতার ঢল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৯:০২ পূর্বাহ্ন

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলো যমুনা গ্রুপের কাভার্ড ভ্যানের চাপায় নিহত পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়া। তিনি মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ আলী সরদারের একমাত্র পুত্র। গত সোমবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্ণকাঠী জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া। দুপুর ১২ টার দিকে যমুনা গ্রুপের বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেন তিনি। ভ্যানটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কিবরিয়া একটি মোটরসাইকেলে ধাওয়া করে ভ্যানটির সামনে গেলে ভ্যানটি সার্জেন্ট কিবরিয়াকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিক এয়ার এম্বুুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার সকালে সার্জেন্ট কিবরিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার সকাল ১০টার দিকে তার নিজ গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসা হয় এবং উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইস্‌হাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল ১১ টায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শোকাহত জনতার ঢল নেমে আসে। ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে গার্ড অব অনার দেয়া হয়। জানাজায় অংশ নেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ এডভোকেট শাহজাহান মিয়া, পটুয়াখালী পুলিশ সুপার মো. মাঈনুল ইসলাম ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো. আবুবকর সিদ্দিকী প্রমুখ। জানাজা নামাজ পরিচালনা করেন মির্জাগঞ্জ উপজেলার চত্রা ওলামা মঞ্জিল ছালেহিয়া দ্বীনিয়া কমপ্লেক্সে প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা একেএম মোতাহার হোসাইন সূফী সাহেব হুজুর। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী ও এক শিশুপুত্র সহ অনেক গুণগ্রাহী রেখে যান। বাড়িতে আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজা শেষে সার্জেন্ট গোলাম কিবরিয়াকে পশ্চিম সুবিদখালী নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status