বিশ্বজমিন

সুদানে গণতন্ত্রের লক্ষ্যে ঐতিহাসিক রাজনৈতিক চুক্তি

মানবজমিন ডেস্ক

১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

 সুদানের ক্ষমতাসীন সামরিক কাউন্সিল ও বিরোধীদলীয় জোট ক্ষমতার ভাগাভাগি করে নিতে রাজি হয়েছে। এ বিষয়ে উভয়পক্ষ দেশটিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেয়ার জন্য একটি রাজনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছে। মঙ্গলবার রাতভর আলোচনার পর উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়। পরদিন বুধবার রাজধানী খার্তুমে উভয় পক্ষের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। এতে মধ্যস্থতা করে আফ্রিকান ইউনিয়ন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, গত এপ্রিলে তীব্র বিক্ষোভের মুখে সুদানের স্বৈরশাসক ওমর আল-বশিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। এরপর থেকে একটি বেসামরিক সরকারের দাবিতে আবারো উত্তাল হয়ে ওঠে সুদান। ফলে চলমান রাজনৈতিক সংকটের ইতি টানতে আলোচনায় বসে সামরিক বাহিনী ও বিরোধী দলগুলোর জোট নেতারা। আলোচনায় তারা সুদানে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষমতার ভারসাম্য তথা ভাগাভাগিতে একমত হন।
দেশটির ক্ষমতায় থাকা সামরিক পরিষদের উপ-প্রধান মোহাম্মদ হামদান দাগালো জেনারেলদের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেছেন। সাংবাদিকদের কাছে এ চুক্তিকে তিনি সুদানের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। বিরোধী নেতা ইব্রাহিম আল-আমিনও চুক্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা স্থিতিশীল সুদান দেখতে চাই। কারণ আমরা অনেক ভুগেছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status