বাংলারজমিন

কুমিল্লা বোর্ডে সেরা সোনার বাংলা কলেজ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৮:১৫ পূর্বাহ্ন

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনার বাংলা কলেজ সাফল্যের ধারা অব্যহত রেখে এবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা সাফল্য অর্জন করছে। কলেজটি টানা ৮ বার বোর্ডসেরা ফলাফল অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ কলেজ থেকে ৩৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাস করেছে। ১০০% পাসের পাশাপাশি ১০৪ জন জিপিএ-৫ পেয়ে এ কলেজের শিক্ষার্থীরা চমকপ্রদ সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিজ্ঞান বিভাগ থেকে ১০০ জন ছাত্র এবং ৩৯ জন ছাত্রীর মধ্যে যথাক্রমে ৫২ জন এবং ২৭ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭১ জন ছাত্র এবং ৩৯ জন ছাত্রীর মধ্যে যথাক্রমে ১ জন এবং ৫ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ৫৮ জন ছাত্র এবং ৫৬ জন ছাত্রীর মধ্যে যথাক্রমে ৪ জন এবং ১৫ জন জিপিএ-৫ পেয়েছে। কুমিল্লা শহরের বাইরে বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামীণ জনপদে বিগত ২০০০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি শুরু থেকেই অসাধারণ সাফল্য অর্জন করে আসছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও এ কলেজের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে আসছে। ধারাবাহিকতাভাবে টানা আটবার বোর্ড সেরা  সাফল্য অর্জনের বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ বলেন-শৃঙ্খলাবিধির যথাযথ অনুসরণ , আধুনিক ও বিজ্ঞানসম্মত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকের নিবিড় সংযোগ সর্বোপরি সুযোগ্য গভর্নিং বডির দিক নির্দেশনায় এ ধরনের অসাধারণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status