ইংল্যান্ড থেকে

ব্যাটে-বলে সেরা যারা

স্পোর্টস রিপোর্টার

১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৫৫ পূর্বাহ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচের মধ্যদিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তুললো ইংল্যান্ড। পর্দা নামলো ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। এবারের আসরে ব্যাটে বলে নৈপূণ্যে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও।
সেরা পাঁচ ব্যাটসম্যান
১.রোহিত শর্মা (ভারত)
ম্যাচ: ৯
রান: ৬৪৮
সর্বোচ্চ: ১৪০
১০০/৫০: ৫/১
গড়: ৮১.০০
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। টুর্নামেন্টের সর্বাধিক রান নিয়ে ব্যাটসম্যানের তালিকার শীর্ষে আছেন তিনি। আসরে সর্বাধিক ৬৭টি চার মেরেছেন এই ভারতীয় ওপেনার। ১৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
২. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
ম্যাচ: ১০
রান: ৬৪৭
সর্বোচ্চ:১৬৬
১০০/৫০: ৩/৩
গড়: ৭১.৮৮
বল টেম্পারিং কেলেঙ্কারির ঘটনায় এক বছরের শাস্তি কাটিয়ে ক্রিকেটে ফিরে এসেছেন ডেভিড ওয়ার্নার। এর মধ্যে বড় চ্যালেঞ্জ ছিল নিজেকে প্রমাণ করা। ইংল্যান্ড বিশ্বকাপের এই আসরে সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় ৬৪৭ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।
৩. সাকিব আল হাসান (বাংলাদেশ)
ম্যাচ: ৮
রান: ৬০৬
সর্বোচ্চ: ১২৪*
১০০/৫০: ২/৫
গড়: ৮৬.৫৭
বিশ্বকাপে বাংলাদেশেকে একাই যেন টেনে নিয়ে গিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্ট সেরা পুরস্কারেরও বড় দাবিদার ছিলেন তিনি। আসরে ৮ ম্যাচে ৬০৬ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ‘নাম্বার ওয়ান’ অলরাউন্ডার সাকিব। আসরের সর্বোচ্চ ৮৬.৫৭ ব্যাটিং গড় সাকিবের। আসরে ৬০টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
৪. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
ম্যাচ: ১০
রান: ৫৭৮
সর্বোচ্চ: ১৪৮
১০০/৫০: ২/২
গড়: ৮২.৫৭
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন আছেন তালিকার চর্তুথ স্থানে। বলা যায়, নিউজিল্যান্ডকে একাই ফাইনালে তোলেন উইলিয়ামসন। তবে এর পুরস্কারও পেয়েছেন তিনি। দুর্দান্ত পারফরমেন্সে টুর্নামেন্ট সেরার পুরস্কারটা উঠেছে তার হাতে।
৫. জো রুট (ইংল্যান্ড)
ম্যাচ: ১১
রান: ৫৫৬
সর্বোচ্চ: ১০৭
১০০/৫০: ২/৩
গড়: ৬১.৭৭
ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জো রুট পঞ্চম স্থানটি দখল করে আছেন। বিশ্বকাপের ১২তম আসরে ১১টি ম্যাচ খেলে ৫৫৬ রান করেছেন তিনি।
সেরা পাঁচ বোলার
১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
ম্যাচ: ১০
উইকেট: ২৭
সেরা: ৫/২৬
ইকোনমি: ৫.৪৩
অস্ট্রেলিয়া সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও সেরা পাঁচ উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন অজি বোলার মিচেল স্টার্ক। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ২৭ উইকেট শিকারের রেকর্ড এখন তার দখলে।
২. লকি ফার্গুসন (নিউজিল্যান্ড)
ম্যাচ: ৯
উইকেট:২১
সেরা: ৪/৩৭
ইকোনোমি: ৪.৮৮
বিশ্বকাপ শেষের দিকে বল হাতে দুর্দান্ত ছিলেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। আসরে ২১ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এই কিউই গতি তারকা। বিশ্বকাপের ৯ ম্যাচে ৪০৯ রান দিয়ে ২১ উইকেট শিকার করেছেন ফার্গুসন।
৩. জফরা আর্চার (ইংল্যান্ড)
ম্যাচ: ১১
উইকেট: ২০
সেরা: ৩/২৭
ইকোনমি: ৪.৫৭
এবারের বিশ্বকাপে বল হাতে গতির ঝড় তুলেছেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত জফরা আর্চার। বিশ্বকাপের ১১ ম্যাচে ৪৮৮ রান দিয়ে ২০টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের এ পেস তারকা।
৪. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
ম্যাচ: ৮
উইকেট: ২০
সেরা: ৫/৫৯
ইকোনমি: ৬.৭০
সেরা পাঁচ বোলারের তালিকায় চতুর্থ স্থানে আছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপে ৮ ম্যাচে ২০ উইকেট শিকার মোস্তাফিজের। বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুইবার ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান এই কাটার মাস্টার। আর বাংলাদেশের হয়ে দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট শিকার করেন তিনি।
৫. জসপ্রিত বুমরাহ (ভারত)

ম্যাচ: ৯
উইকেট: ১৮
সেরা: ৪/৫৫
ইকোনমি:৪.৪১
বিশ্বকাপের ৯ ম্যাচে ৩৭১ রান দিয়ে ১৮টি উইকেট শিকার করে এই তালিকার পঞ্চম স্থানে আছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status