ইংল্যান্ড থেকে

ক্রিকেটে এমন উৎসব দেখেনি ‘ইংল্যান্ড’

স্পোর্টস রিপোর্টার, ইংল্যান্ড থেকে

১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৫৪ পূর্বাহ্ন

ইংল্যান্ড জিততেই লর্ডসের গ্যালারিতে দৌড়ে এলেন ইংলিশ এক দর্শক। হ্যান্ডশেক করে জড়িয়ে ধরলেন। এরপর এমন ঘটনা ঘটালেন আরো কয়েকজন। মাঠ থেকে বের হয়ে রেল স্টেশন যেতে যেতে কেউ এসে খুশিতে জড়িয়ে ধরছেন কেউ বা চিৎকার করে হাত মেলাচ্ছেন। সবার কণ্ঠে প্রায় একই সুর- ‘এ কেমন জয়! এ কেমন ম্যাচ। এমন জয় আগে দেখিনি।’ আবেগে যেন থর থর করে কাঁপছিলেন ইংলিশ ক্রিকেটভক্তরা। গ্যালারিজুড়ে একই স্লোগান, ‘উই উইন’ ‘উই উইন’।
সারা ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষ নেয়া ভারতীয় ব্রিটিশরাও যোগ দিয়েছেন সেই উল্লাসে। রাস্তায় গিটার বাজিয়ে বাজিয়ে চলছে গান। চলছে উদ্দাম নৃত্য। এতদিন প্রায় প্রতিটি পাবে ফুটবলের দখল ছিল সেখানে গতকাল শুধু ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট। ইংলিশদের ক্রিকেট উৎসব মাঠ ছাড়িয়ে যে রাস্তায় আসতে পারে তা বিশ্বকাপ চলাকালে এক বিন্দুও ধারণা ছিলনা। শুধু কি তাই! সংবাদ সম্মেলনে ট্রফি হাতে হাজির হয়েছেন খোদ ইংলিশ অধিনায়ক এইউন মরগ্যান। যা দেখে আইসিসি’র নির্দেশনা ভেঙে ঝাঁপিয়ে পড়েন সংবাদকর্মীরা। নিয়ম মেনে চলা ইংলিশদের এই আবেগ সত্যি দেখেনি বিশ্ব। দেখবেই বা কীভাবে? ক্রিকেটের জন্মভূমি হলেও শ্রেষ্ঠত্বের ট্রফি যে ছিলনা তাদের হাতে। রানি-রাজা থাকলেও ছিলনা রাজমুকুট। লর্ডসের বেলকনিতে কোনো ইংলিশ অধিনায়ক যে দাঁড়াতে পারেননি ট্রফি হাতে। সেই স্বপ্ন সত্যি হওয়ায় যেন ভেঙে যায় আবেগের বাঁধ। আর জয়টা যদি রূপকথার মত হয় তাহলে তো কথাই নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status