ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

‘আমি আজীবন ক্ষমা চাইবো’

স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৫৪ পূর্বাহ্ন

ম্যাচের শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রানের। স্ট্রাইকে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। অপর প্রান্তে বল হাতে কিউই পেসার ট্রেন্ট বোল্ট। প্রথম দুই বলে কোন রান নিতে পারেননি স্টোকস। পরের বলে ছক্কা হাঁকান ইংল্যান্ডের কিউই বংশোদ্ভূত ব্যাটসম্যান স্টোকস। চতুর্থ বলে শট খেলে দৌড় দেন দুই রানের জন্য। কিন্তু মার্টিন গাপটিলের ছুঁড়ে মারা বল স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। তাতে চার ও দৌড়ে দুই রানের সুবাদে ৬টি রান যোগ হয় ইংল্যান্ডের স্কোরে। এমন কাণ্ডে নিউজিল্যান্ডের কাছে আজীবন ক্ষমা চাইবেন বললেন বেন স্টোকস। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কেন উইলিয়ামসনকে আমি বলবো, এমন ঘটনার জন্য আমি আজীবন ক্ষমা চাইবো।’
মূলত এই ৬ রানই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪১ রান করতে সক্ষম হয় ইংল্যান্ড। ম্যাচ টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারের থ্রিলারে শেষ পর্যন্ত শিরোপা ঘরে তোলে স্বাগতিক ইংল্যান্ড।
ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয়ের পর বেন স্টোকস বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। চ্যাম্পিয়ন হতে আমরা কঠোর পরিশ্রম করেছি। এটা অসাধারণ অনুভূতি। আমার মনে হয় না, ক্রিকেটে এমন ম্যাচ আর হবে। জস বাটলার ও আমি জানতাম আমরা টিকে থাকলে সুযোগটা আসবে। শেষ পর্যন্ত সুযোগটা কাজে লাগাতে পেরে ভালো লাগছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status