খেলা

বাউন্ডারি গণনার নিয়মটা মানতে পারছেন না উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক

১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৫১ পূর্বাহ্ন

টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেও ছোঁয়া হলো না স্বপ্নের বিশ্বকাপ শিরোপা। উত্তেজনাপূর্ণ ম্যাচে সুপার ওভারের অদ্ভুত নিয়মে শিরোপা বঞ্চিত হলো নিউজিল্যান্ড। সুপার ওভারে টাই করেও বাউন্ডারি গণনায় হেরে যায় কেন উইলিয়ামসনের দল। ইংল্যান্ডের বিপক্ষে এমন হার মানতে পারছেন না কিউই অধিনায়ক উইলিয়ামসন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তারা (ইংল্যান্ড) কীভাবে জয় পেলো, বাউন্ডারি গণনায়? তবে দুই দলই কঠোর পরিশ্রম করেছে জয়ের জন্য। কিন্তু এ নিয়মে হার হজম করতে কষ্ট হচ্ছে।’
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সুপার ওভারের নিয়ম নিয়ে উইলিয়ামসন বলেন, ‘আপনি যখন আগে ব্যাটিং করবেন, তখন ম্যাচ টাই হবে, বেশি বাউন্ডারি মারতে হবে- এমন চিন্তা করে কেউ খেলে না। বাউন্ডারি গণনার ব্যাপারটা আমিও জানতাম না। তার পরও আমরা বাউন্ডারিতে পিছিয়ে ছিলাম। হ্যাঁ এটা সত্যি কষ্টের।’ নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ ও সুপার ওভার মিলিয়ে দু’বারই টাই করে উইলিয়ামসনের দল। প্রথমে ২৪১ রানের পুঁজি নিয়ে ঠিক ২৪১ রানে গুটিয়ে দেয় ইংলিশদের। পরে সুপার ওভারে ইংল্যান্ডের ১৫ রানের জবাবে নিউজিল্যান্ডও তোলে ১৫ রান। এনিয়ে উইলিয়ামসন বলেন, ‘অসাধারণ একটা ম্যাচ হলো। আশা করি সবাই উপভোগ করেছে। তবে হারটা সত্যিই পুড়াচ্ছে। আমরা কঠোর পরিশ্রম করেছি। ফাইনালে জয়ের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম।’ ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতলো ইংল্যান্ড। ৪৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে শেষ পর্যন্ত স্বপ্নের বিশ্বকাপটা ঘরে তুললো ইংলিশরা। এ নিয়ে উইলিয়ামসন বলেন, বিশ্বকাপটা ইংল্যান্ডেরই প্রাপ্য। তারা যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে।’
এবারের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে নিউজিল্যান্ড। শুরুর টানা ৬ ম্যাচে অপরাজিত ছিল কেন উইলিয়ামসনের দল। পরে টানা তিন ম্যাচে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে হার দেখে কিউইরা। তালিকার চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠে কেন উইলিয়ামসনের দল। সেমিফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। পুরো টুর্নামেন্টে নিউজিল্যান্ডের পারফর্মেন্স নিয়ে উইলিয়ামসন বলেন, ‘এবার বিশ্বকাপটা চ্যালেঞ্জিং ছিল। উইকেট আমরা যেমন ভেবেছিলাম তেমনটা ছিল না। সবাই ভেবেছিল ৩’শর বেশি রান হবে। কিন্তু বেশ কয়েকটি ম্যাচেই তা হয়নি। আমাদের জন্য লড়াই করাটা বেশ কঠিন ছিল। কঠিন পরিস্থিতিতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। ব্যাটিং বোলিং সব বিভাগেই নিজেদের নিংড়ে দিয়েছি। যে কারণে আমরা ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছি। দলের সবাই দারুণ করেছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status