বাংলারজমিন

খুলনায় সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রি-পেইড মিটারের দুর্নীতির বিরুদ্ধে নতুন কর্মসূচি

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:০৪ পূর্বাহ্ন

ওজোপাডিকোর প্রি পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ওজোপাডিকোর প্রি পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি খুলনা। সোমবার সকালে খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
১২ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ই জুলাই মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে এবং বুধবার বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, ১৮ই জুলাই দুদক চেয়ারম্যান বরাবর বিভাগীয় পরিচালকের মাধ্যমে স্মারকলিপি পেশ, ১৯ থেকে ৩১শে জুলাই পর্যন্ত সংগ্রাম কমিটির থানা ও ওয়ার্ড কমিটি গঠন, আগস্ট মাসজুড়ে ২১ জেলায় মতবিনিময় এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কনভেনশন।
সোমবার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. শেখ বাহারুল আলম।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক শরীফ শফিকুল হামিদ চন্দন ও মোড়ল নূর মোহাম্মদ শেখ, সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, যুগ্ম সদস্য সচিব শাহ মামুনুর রহমান তুহিন, ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য মফিদুল ইসলাম, ন্যাপ নেতা তপন রায়, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, সিপিবি নেতা এস এম চন্দন, বাসদ নেতা কোহিনুর আক্তার কণা, নাগরিক নেতা সেলিম বুলবুল, ছায়াবৃক্ষের মাহাবুবুর রহমান বাদশা, কবি রুহুল আমিন সিদ্দিকি, এডভোকেট মেহেদী ইনসান, শেখ মো. হালিম, সাংবাদিক রাশিদুল আহসান বাবলু, অসীম কুমার পাল, জি এম রাসেল, মো. শহীদুল হাসান, স্বেচ্ছাসেবক লীগের রাসেল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status