বাংলারজমিন

মৌলভীবাজারে বন্যায় ৯ লাখ টাকার মাছ, ১৪০ হেক্টর জমির আউশ ধান ও আমনের চারা ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৪ জুলাই ২০১৯, রবিবার, ৯:৩১ পূর্বাহ্ন

হঠাৎ জেলার মনু, ধলায়, ফানাই, জুড়ী ও কুশিয়ারাসহ হাওর ও নদীর পানি বৃদ্ধি হয়ে বন্যায় রূপ নিচ্ছে। ধলাই নদীর একটি স্থানে ভাঙন ও মনুসহ অন্যান্য নদীর বিভিন্ন স্থানের চরম ঝুঁকিপূর্ণ বাঁধ ভাঙার আশঙ্কা করছেন নদী তীরের বাসিন্দারা। কমলগঞ্জের ধলাই নদীর বাঁধ ভেঙে পৌর শহরের রামপাশা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়িসহ ওই এলাকায় আউশ ধান ও আমনের চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে মাছের খামারেরও। নদীর পানি উপচে ফসলি জমি তলিয়ে গেল ক’দিনের অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর পানি বেড়ে যাওয়ায় গতকাল বিকাল পর্যন্ত মৌলভীবাজার জেলায় ১৩৩ হেক্টর আউশ ধান ও ৭ হেক্টর আমনের চারা ক্ষতিগ্রস্ত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে পানিতে ডুবে মৌলভীবাজার সদর উপজেলায় ৮ হেক্টর ও কমলগঞ্জ উপজেলায় ১২৫ হেক্টর আউশ ধান ও সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের ৭ হেক্টর আমনের চারা ক্ষতিগ্রস্ত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজী লৎফুল বারী মানবজমিনকে জানান, এবছর মৌলভীবাজার জেলায় ৫৩ হাজার ১০ হেক্টর আউশ ধান আবাদ হয়েছে। এপর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪০ হেক্টর ধান ও চারা। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক মানবজমিনকে জানান, জেলার কমলগঞ্জ ধলাই নদীর বাঁধ ভেঙে ২৩টি পুকুর, ৩ হেক্টর মাছের আবাদের প্রায় ৫.৯ টন মাছ বানের পানিতে ভেসে যায়। যার বাজার মূল্য প্রায়  ৮ লাখ ৮৫ হাজার টাকা। গত শুক্রবার মধ্য রাত থেকে মনু ও ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এতে কমলগঞ্জের রামপাশা এলাকায় ধলাই নদীর বাঁধের ২০ ফুট জায়গা ভেঙে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম প্লাবিত করে। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্ত্তী মানবজমিনকে জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি না কমলে জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ বাঁধ তাৎক্ষণিক ও দ্রুত মেরামতে আমাদের প্রস্তুতি রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status