বিনোদন

শ্রীদেবীর মৃত্যু রহস্যে নয়া মোড়

বিনোদন ডেস্ক

১৪ জুলাই ২০১৯, রবিবার, ৭:৫০ পূর্বাহ্ন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু রহস্য নয়া মোড় নিয়েছে। ফরেনসিক এক্সপার্টের বিস্ফোরক দাবি শ্রীদেবীর স্বামী বনি কাপুর একপ্রকার উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি এ অভিনেত্রীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ডিজিপি ঋষিরাজ সিং। তিনি বলেছেন, মোটেই আকস্মিক নয় শ্রীদেবীর মৃত্যু। এটা পরিষ্কার ঠাণ্ডা মাথায় খুন। আর এই দাবির পেছনে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। শ্রীদেবীর স্বামী ও প্রযোজক বনি কাপুর অবশ্য এই ভিত্তিহীন বিষয়ের কোনো উত্তর দিতে চান না। তিনি কেবল বলেছেন, এ ধরনের মনগড়া গল্পের কোনো ভিত্তি নেই। ভবিষ্যতেই তা প্রমাণ হবে। শ্রীদেবীর মৃত্যুর জন্য দায়ী বনি কাপুর, এমন অভিযোগ আগেই উঠেছে। নায়িকার মৃত্যু নিয়েও রহস্য ছিল। বাথটাব থেকে মিলেছিল তার দেহ। বলিউডের হার্টথ্রবের অকাল প্রয়াণ কাঁপিয়ে দিয়েছিল ভক্তদের। বছর ঘুরে যাওয়ার পর সেই মৃত্যু নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য! ২০১৮ সালের ২৪শে ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। বিলাসবহুল হোটেলের স্নানঘরে বাথটাবে পাওয়া গিয়েছিল শ্রীদেবীর দেহ। প্রাথমিক রিপোর্টে আকস্মিক মৃত্যু বলা হলেও অনেকেই দাবি করেছিলেন, ঠাণ্ডা মাথায় ছক কষে খুন করা হয়েছিল অভিনেত্রীকে। এদিকে গত বছর মে মাসে দেশের শীর্ষ আদালতের তরফে খারিজ করে দেয়া হয় এই মামলা। কিন্তু সমপ্রতি কেরল জেলের ডিজিপি ঋষিরাজ সিং সামনে আনেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানিয়েছেন, তার বন্ধু ডক্টর উমাদাথন একজন অভিজ্ঞ ফরেনসিক বিশেষজ্ঞ। তার কাছেই কৌতূহলের বশে শ্রীদেবীর মৃত্যুর কারণ জানতে চেয়েছিলেন ঋষিরাজ। তখনই বিস্ফোরক মন্তব্য করেন উমাদাথন। তিনি বলেন, আমার অনুমান, এই মৃত্যু স্বাভাবিক নয়। অ্যাক্সিডেন্টাল ডেথও নয়। হতে পারে তাকে খুন করা হয়েছে! বিশেষজ্ঞের মতে, শ্রীদেবীর মৃত্যু যেভাবে হয়েছে, কোনো মানুষ সেভাবে এক ফুট জলে ডুবে মারা যেতে পারে না। তার দাবি, কেউ মাথা বা পা টেনে ধরে ডুবিয়ে না দিলে এক ফুট জলে ডুবে মারা যেতে পারেন না শ্রীদেবী। তার মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারেন বনি। তার পেশ করা এই তথ্য বর্তমানে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status