বিনোদন

ছোট পর্দায় আজ

১৪ জুলাই ২০১৯, রবিবার, ৭:৪৯ পূর্বাহ্ন

চ্যানেল আইতে ‘প্রিয় দিন প্রিয় রাত’
কাজী শাহিদুল ইসলামের রচনা  ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় নির্মাণ হয়েছে ধারাবাহিক নাটক ‘প্রিয় দিন প্রিয় রাত’। এতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, শাহরিয়ার সাহেদ, মিতিল ফররুখ, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নিলয় আলমগীর, শাহানাজ সুমি, জেবা অনিকা, সাব্বির অর্ণব, সিনথিয়া ইয়াসমিন, স্পনিল তাজরিয়ান ইচ্ছা, সায়মা স্মৃতি প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে আজ রাত ৮টায়।
এনটিভিতে ‘মায়া মসনদ’
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মায়া মসনদ’।  অরিন্দম গুহের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন এস এম সালাউদ্দীন। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, আবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, সৈয়দ শুভ্র, ইলোরা গহর, শম্পা রেজা, শিল্পী সরকার অপু প্রমুখ।
বাংলাভিশনে ‘টক মিষ্টি ঝাল’
‘ওয়াইফ’ ছাড়া হয়তো থাকা যাবে কিন্তু ‘ওয়াইফাই’ ছাড়া থাকতে পারবেন না তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও অভিনেতা প্রীতম হাসান! যদিও প্রযুক্তি-নির্ভর গানকে অনেকেই ‘মেশিন-গান’ বললেও প্রীতম তার গানগুলোকে ‘সফট গান’ই বলতে চান। বাংলাভিশনের রম্য-বিদ্রুপাত্মক আয়োজন ‘টক মিষ্টি ঝালে’র এবারের পর্ব সাজানো হয়েছে তথ্য-প্রযুক্তির নানা বিষয় নিয়ে। ‘টেক-নো-লজি!’ শিরোনামের পর্বটিতে অতিথি হিসেবে এর বিভিন্ন ব্যবহার নিয়ে নানা মজার গল্প ও অজানা তথ্য জানিয়েছেন প্রীতম। ‘মিস. মিষ্টি’ সেগমেন্টে পারফরম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান সাবিকুন নাহার মুন্না। রয়েছে আল মামনুন জামানের নিয়মিত পরিবেশনা ‘ঝালাইবাজ’ও। খায়রুল বাবুইয়ের প্রযোজনা ও আবু হেনা রনির উপস্থাপনায় ‘টক মিষ্টি ঝালে’র ‘টেক-নো-লজি’ পর্বটি প্রচার হবে বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে।
বৈশাখী টিভিতে ‘প্রিয়শিল্পীর সেরা গান’
বৈশাখী টিভির নিয়মিত আয়োজন ‘প্রিয়শিল্পীর সেরা গান’। এ অনুষ্ঠানে আজ থাকছে দোহারের গান। অনুষ্ঠানটি প্রচার হবে  রাত ৮টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল হাসান সুজন।
দীপ্ত টিভিতে ‘মান অভিমান’
দীপ্ত টিভিতে শনি-বৃহস্পতি সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টায় প্রচার হয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। জেন অস্টেন রচিত প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিশ কুমার রায়ের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসাসহ আরো অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status