ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ইংল্যান্ড বিশ্বকাপ জিতলেও চাকরি ছাড়বেন বেইলিস

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই ২০১৯, শনিবার, ৭:৪২ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেইলিসের অধীনে ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১৪ই জুলাই নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে অনন্য উচ্চতায় পৌঁছে যাবেন বেইলিস। তিনি হবেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো প্রথম কোচ। তবে ৫৭ বছর বয়সী বেইলিস বলেছেন, ইংল্যান্ড বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ জিতলেও কোচের চাকরি ছেড়ে দেবেন তিনি।
বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বেইলিসের মাতৃভূমি অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারায়  ইংল্যান্ড। ম্যাচের পর বিবিসি রেডিও ফাইভকে বেইলিস বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি যে ভালো কাটুক কিংবা মন্দ, ৪-৫ বছর একজন কোচের জন্য যথেষ্ট দীর্ঘ সময়। ছেলেদের নতুন একজন কোচ দরকার। আশা করি, তার অধীনে নতুন উচ্চতায় পৌঁছুবে ইংল্যান্ড।’
২০১৫ সালটা বেশ বাজে কাটে ইংল্যান্ডের। বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় থ্রি লায়ন্স’রা। এরপর ২৬শে মে বেইলিসকে প্রধান কোচ নির্বাচিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বেইলিস দায়িত্ব নিয়েই ইংল্যান্ডের খেলার ধরন আমূল পাল্টে দেন। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে দলটি। যার সুফল  পেতে খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি। ২০১৬ সাল থেকেই নিয়মিত ম্যাচ জিততে থাকে ইংল্যান্ড। এক বছর ধরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল তারা। বেইলিস বলেন, ‘চার বছর আগে একটা বাজে বিশ্বকাপ কাটানোর পর ২০১৯ বিশ্বকাপ যাতে জিততে পারি এজন্য আমরা একটা পরিকল্পনা করি। আর এখন আমাদের সামনে সেই স্বপ্ন পূরণের সুযোগ। ভাবতেই দারুণ লাগছে।’
বিশ্বকাপের পরপরই ইংল্যান্ডে শুরু হবে মর্যাদার অ্যাশেজ সিরিজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১লা আগস্ট। দ্বিতীয় টেস্ট ১৪ই সেপ্টেম্বর, তৃতীয় টেস্ট ২২শে আগস্ট, চতুর্থ টেস্ট ৪ঠা সেপ্টেম্বর ও পঞ্চম টেস্ট ১২ই সেপ্টেম্বর শুরু হবে।
‘আমরা এখনো কিছুই জিতিনি’
ঘরের মাঠের আসরে চতুর্থবারের মতো ফাইনালে ইংল্যান্ড। আগের তিন প্রচেষ্টা ব্যর্থ হয় তাদের। আক্ষেপটা তাই এবার ঘুচাতে চায় ক্রিকেটের জনকরা। ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের চেয়ে শক্তিমত্তায় এগিয়ে ইংল্যান্ড।  তবে ইংলিশ কোচ ট্রেভর বেইলিস মনে করেন, ‘ফেভারিট’ তকমা ক্ষতির কারণ হতে পারে তার দলের জন্য। তিনি বলেন, সেমিফাইনাল জয়ে পর ড্রেসিংরুমে আমাদের এই আলোচনা হয়েছে যে আমরা এখনো কিছু জিতিনি। ফাইনালাকে ঘিরে অনেক আলোচনা হবে। শোনা যাবে আমরা ফেভারিট। কিন্তু ওসবে কান দেয়া যাবে না। গত ৪ বছর ধরে আমরা যেমন ক্রিকেট খেলেছি ওরকম ক্রিকেটেই মনোযোগ দিতে হবে আমাদের। আর ওটাই আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। যদি আমরা আমাদের স্বভাবসুলভ খেলাটা খেলতে পারি তাহলে আমাদের হারাতে প্রতিপক্ষকে (নিউজিল্যান্ড) আরো ভালো ক্রিকেট খেলতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status