ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ফিল্ডার রুটের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই ২০১৯, শনিবার, ৭:৪১ পূর্বাহ্ন

এবারের বিশ্বকাপে খেলোয়াড়দের ব্যাট-বলের  নৈপুণ্য নিয়ে ইতিমধ্যেই রচিত হয়েছে একাধিক রেকর্ড। তবে ফিল্ডিংয়ের ব্যাপারটি সবার আড়ালেই থেকে যাচ্ছে। সেই ফিল্ডিংয়েই নতুন এক কীর্তি গড়লেন ইংল্যান্ডের জো রুট। ছাড়িয়ে গেলেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার রেকর্ডটা ছিল পন্টিংয়ের। ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে ১১টি ক্যাচ নেন সাবেক অজি অধিনায়ক।
এবারের বিশ্বকাপে খেলতে নেমে প্রথম রাউন্ডেই এই রেকর্ড ছুঁয়ে ফেলেন ইংল্যান্ডের জো রুট। আর বৃহস্পতিবার রুট ভেঙে দেন পন্টিংয়ের রেকর্ড। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৮তম ওভারে আদিল রশিদের বলে প্যাট কামিন্সের ক্যাচ তালুবন্দী করেই পন্টিংকে টপকে শীর্ষে উঠে যান রুট। এই রেকর্ড ভাঙার জন্য পন্টিংয়ের থেকে এক ম্যাচ কম খেলেছেন তিনি। ১০ ম্যাচে রুট নিয়েছেন ১২টি ক্যাচ। ক্যাচের এই রেকর্ডে তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি। চলতি বিশ্বকাপেই ৯ ম্যাচে ১০টি ক্যাচ ধরেছেন প্রোটিয়া অধিনায়ক। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন আরেক প্রোটিয়া ক্রিকেটার রাইলি রুশো। ২০১৫ বিশ্বকাপে ৬ ম্যাচে তিনি ধরেন ৯টি ক্যাচ। ফিল্ডার হিসেবে পন্টিংয়ের রেকর্ডটি ভেঙে গেলেও এই বিভাগে আরেকটি বিরল কীর্তি ঠিকই রয়ে গেছে সাবেক অজি অধিনায়কের দখলে। বিশ্বকাপের সব আসর মিলিয়ে সবার চেয়ে বেশি মোট ২৮টি ক্যাচ ধরেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status