খেলা

কাপের খুব কাছ থেকে ফিরে গেলাম: অ্যারন ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক

১২ জুলাই ২০১৯, শুক্রবার, ১১:৩২ পূর্বাহ্ন

বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে ছিটকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ হারে কাপের খুব কাছ থেকে এসে ফিরে গেছে অস্ট্রেলিয়া বললেন, অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। ম্যাচ শেষে ফিঞ্চ বলেন, ‘১৪ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছি আমরা। ইংল্যান্ডে খুব দুর্দান্ত বোলিং করেছে। দুর্দান্ত লেংথ। আমরা জিততে এসেছিলাম। কিন্তু খুব কাছ থেকে ফিরে গেলাম আমরা।’

বল টেম্পারিং ইস্যুর পর গত একবছর কঠিন সময় পার করেছে অস্ট্রেলিয়া। সে অবস্থা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন অজিরা। দারুণভাবে ঘুরে দাঁড়ানোয় সেমিফাইনালে দলের হারের পর ইতিবাচক অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপে ইতিবাচক অনেক কিছু আছে। গত ১২ মাঠ আমাদের যে অবস্থা ছিল তার থেকে ঘুরে দাড়াতে পেরেছি এটা আমাদের জন্য অনেক। ইংল্যান্ডে আমরা আগের চেয়ে ভালো খেলেছি। শেষ ৬ মাসে আমাদের খেলোয়াড়রা দারুণ খেলছে। কিন্তু আমরা সেমিফাইনাল জিততে এসেছিলাম, হয়নি এটা সত্যি কষ্ট লাগছে।’

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উইকেট খুইয়ে চাপে পরে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম দশ ওভারই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে বলেন, ফিঞ্চ। এদিন টপঅর্ডারের ডেভিড ওয়ার্নার ফিরেছেন ৯ রানে। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক ফিঞ্চ। বিশ্বকাপে অভিষেক হওয়া পিটার হ্যান্ডসকম্বও ফেরেন ৪ রানে। ম্যাচ নিয়ে ফিঞ্চ বলেন, ‘ইংল্যান্ড যেভাবে বোলিং করেছেন তাতে আমাদের ঘুরে দাঁড়ানো কষ্টকর ছিল। ম্যাচের প্রথম দশওভারই ব্যবধান গড়ে দিয়েছে। ওরা সঠিক লাইন লেন্থ ধরে বল করেছে। আসলে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status