শেষের পাতা

‘আমাদের এগিয়ে যেতে হবে অনেক দূর’

অর্থনৈতিক রিপোর্টার

১২ জুলাই ২০১৯, শুক্রবার, ৯:৪৭ পূর্বাহ্ন

আগামী ২০২০ সালের মধ্যে দেশব্যাপী প্রান্তিক মাঠপর্যায়ে ২৪ হাজার নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। গতকাল বিডার উদ্যোগে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প’-এর প্রশিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৬৪ জন প্রশিক্ষকের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেয়া হয়।

বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, বিডার সচিব মো. মোশারফ হোসেন, নির্বাহী সদস্য মোহসিনা, এলআইটি পরামর্শক নাইমা চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষদের উদ্দেশ্যে প্রধান অতিথি সালমান এফ রহমান বলেন, স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন, অহঙ্কার ও প্রত্যাশার জায়গা, স্বাধীনতার এই সুযোগ ব্যবহার করে আমাদের এগিয়ে যেতে হবে অনেক দূর। সেই সঙ্গে জানতে হবে আমাদের ইতিহাস, তুলে ধরতে হবে আমাদের ঐতিহ্য, আত্মবিশ্বাসটা রেখে দিতে নিজের কাজে আমিও পারি এই বিশ্বাসে।

আবুল কালাম আজাদ প্রশিক্ষকদের উদ্দেশ্যে বলেন, তরুণরাই একটি দেশের প্রাণশক্তি। তারুণ্যের শক্তি ও গতিশীলতায় একটি দেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছে যেতে পারে। আমাদের এই মানসিকতা নিয়ে এগোতে হবে যে, নিজে চাকরি চাই না, চাকরি দিতে চাই। শক্তি-সামর্থ্য ও মানসিক মনোবল নিয়ে লড়তে হবে, থাকতে হবে স্বপ্ন দেখার সাহস, নিজেকে গড়ে তুলতে হবে সফল উদ্যোক্তা হিসেবে। সেই সঙ্গে থাকতে হবে পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ অঙ্গীকার।

বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেন, তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধ প্রকল্পের মাধ্যমে সমৃদ্ধশালী হবে দেশের তরুণ সমাজ, দেশব্যাপী গড়ে উঠবে নতুন নতুন উদ্যোক্তা, প্রশিক্ষকদের দায়িত্ব হবে মাঠ পর্যায় থেকে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা ও সব সময় তাদের সহযোগিতা এবং মনোবল বৃদ্ধি করা।

সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম প্রশিক্ষকদের সফল্য কামনা করে বলেন, এ প্রশিক্ষণ সমাপ্তির মাধ্যমে শুরু হলো দেশব্যাপী উদ্যোক্তা তৈরির যাত্রা। তিনি বলেন, ভবিষ্যতে যুবসমাজকে দিয়েই দেশ গড়তে হবে, আগামী পৃথিবী হবে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর। তাই দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই, দেশের চৌষট্টি জেলায় আপনাদের মাধ্যমেই তৈরি হবে অসংখ্য উদ্যোক্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status