দেশ বিদেশ

জিয়াউদ্দিনের মেয়াদ বাড়লো এক বছর

কূটনৈতিক রিপোর্টার

১২ জুলাই ২০১৯, শুক্রবার, ৯:০৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  মোহাম্মদ জিয়াউদ্দিনের চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন  জারি হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ই জুলাই অথবা  যোগদানের তারিখ থেকে তার মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে। প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুবিধাসহ সরকার ২০১৪ সালের ২৫শে জুন তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিল। পরবর্তীতে তার মেয়াদ বাড়ে ২০১৭ সালের ৩১শে মে। নতুন আদেশে তার সকল সুযোগ-সুবিধা অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status