বাংলারজমিন

‘মাদকের সঙ্গে কোনো আপস নেই’

দোহার (ঢাকা) প্রতিনিধি

১২ জুলাই ২০১৯, শুক্রবার, ৮:২৫ পূর্বাহ্ন

ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেছেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। যেখানে মাদক সেখানেই অভিযান হবে। এই এলাকায় আইনশৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে তার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা অতি দ্রুত গ্রহণ করবো। আর এর জন্য আপনাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন, মোটরসাইকেল এই এলাকায় একটি মারাত্মক সমস্যা। মোটরসাইকেল চোর চক্র এখানে খুব তৎপর, সব চক্রকেই আইনের আওতায় আনা হবে। আপনাদের একটি কথা স্পষ্ট বলতে চাই, আপনারা আপনাদের সন্তানকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মোটরসাইকেলে তুলে দিবেন না। প্রতিটি পরিবারের সকল সদস্য অন্তত এক সঙ্গে রাতের খাবার খাবেন, তাহলে দেখবেন পরিবারের সবার প্রতি সবার ভালোবাসা সৃষ্টি হবে। নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. আবুল কালাম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status