বাংলারজমিন

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ২১ জনের স্থলে আছেন ৫ ডাক্তার

মো. রেজাউল প্রধান, ঠাকুরগাঁও থেকে

১২ জুলাই ২০১৯, শুক্রবার, ৮:১৭ পূর্বাহ্ন

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানামুখী সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে। ৩ লক্ষাধিক মানুষের জন্য সরকারি একমাত্র এই হাসপাতালে জনসাধারণ চিকিৎসাসেবা পাচ্ছে না। এখানে দীর্ঘদিন ধরে চলছে ডাক্তার সংকট। পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি সংকটতো আছেই। সবমিলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এসব সমস্যার সমাধান চেয়ে বারবার আবেদন করা হলেও সংকট সমাধানে কর্তৃপক্ষ উদ্যোগ নেননি। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য বিষয়টি সংসদ অধিবেশনে উত্থাপন করে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেও কাজ হয়নি। জানা যায়, ৩১ শয্যার এ হাসপাতালটিকে ইতিপূর্বে ৫০ শয্যা ঘোষণা করা হয়েছে। ৫০ শয্যার ভিত্তিতে রোগী ভর্তি এবং ওষুধ পথ্য দেয়া হলেও জনবল কাঠামো রয়েছে ৩১ শয্যার। সেখানেও শূন্যতা আর শূন্যতা। ১০ ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা স্বাস্থ্য বিভাগে চিকিৎিসক/সহকারী সার্জনের পদ রয়েছে ২১টি, যার মধ্যে কর্মরত আছেন মাত্র ৫ জন। অ্যানেসথেসিয়া প্রশিক্ষণ প্রাপ্ত ১ জন ডাক্তার দিয়ে গাইনি বিভাগের সিজারিয়ান অপারেশন ইতিপূর্বে চালু রাখা গেলেও অ্যানেসথেসিস্টকে অন্যত্র বদলি করায় ০২.০১.১৮ ইং থেকে প্রায় ১৯ মাস ধরে এ হাসপাতালে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। ফলে গর্ভবতী মা’দের বিভিন্ন ক্লিনিকে দৌড়াতে গিয়ে হয়রানি পেরেশানিসহ সীমাহীন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অথচ জুনিয়র গাইনি কনসালটেন্ট পদে একজন সিনিয়র চিকিৎসক কর্মরত থাকলেও অ্যানেসথেসিস্টের অভাবে এ বিভাগের সিজারিয়ান কার্যক্রম বন্ধ রয়েছে ফলে দিনের পর দিন অব্যবহৃত থাকায় ওটির মূল্যবান যন্ত্রপাতিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। ডেন্টাল বিভাগে চিকিৎসক থাকলেও ডেন্টাল চেয়ারটি ২০০৭ সালে অকেজো ঘোষিত হওয়ায় এ বিভাগের কার্যক্রম ১২ বছর ধরে বন্ধ প্রায়। এদিকে স্বাস্থ্য কেন্দ্রের মেডিসিন, সার্জারি, আল্ট্রাসনোগ্রাফি, অ্যানেসথেসিয়া, ইউনানী ও শিশু বিভাগে কোনো চিকিৎসক নেই।
স্বাস্থ্যকেন্দ্রের অন্যতম পদ আবাসিক মেডিকেল অফিসারের পদে একজন চিকিৎক কয়েকদিন আগে ২ বছরের প্রশিক্ষণে যোগদান করায় আরএমও পদটিও শূন্য রয়েছে। হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টরের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। এ পদের ব্যক্তি সুবিধামতো নিজের এলাকায় ডেপুটেশনে রয়েছেন বছরের পর বছর ধরে। স্টোর কিপারের পদটিও শূন্য দীর্ঘদিন ধরে। স্যানিটেশন এবং স্টোরের দায়িত্ব নিজ কাজের পাশাপাশি পালন করছেন স্বাস্থ্য সহকারী বকুল আলম। জনগুরুত্বপূর্ণ ২টি সেক্টরের দায়িত্ব একা পালন করতে গিয়ে তিনি হাঁপিয়ে উঠেছেন। এ বিভাগের সিনিয়র স্টাফ নার্স সাবেরা খাতুন নিজের সুবিধামতো ঠাকুরগাঁয়ে ডেপুটেশনে রয়েছেন। ফার্মাসিস্টের ৪টি পদ থাকলেও কর্মরত আছেন ২ জন।
হাসপাতালের এক্সরে মেশিনটি ২০০৯ সালে অকেজো ঘোষিত হলেও অদ্যাবধি এখানে নতুন মেশিন সরবরাহ করা হয়নি ফলে ১০ বছরের বেশি সময় ধরে এখানে এক্সরে বিভাগ বন্ধ হয়ে আছে। বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। উপজেলা শহরে ৩টি ক্লিনিক ও ৯-১০টি ডায়াগনস্টিক সেন্টার থাকলেও আল্ট্রাসনোগ্রাফি এবং অ্যনেসথেসিস্ট না থাকায় তারাও ঠাকুরগাঁও দিনাজপুর থেকে ডাক্তার নিয়ে আসতে গিয়ে হিমশিম খাচ্ছেন। বাহির থেকে ডাক্তার নিয়ে আসায় তাদের পীরক্ষা নিরীক্ষার ব্যয় দ্বিগুণ বেড়ে যাচ্ছে, যা জনগণের কাঁধে যাচ্ছে।

হাসপাতালের সমস্যাসমূহ সমাধানের জন্য উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় বারবার সিদ্ধান্ত গৃহীত হলেও সংকট সমাধানে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন না। কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আখতারুল ইসলাম মানবজমিনকে বলেন, এ বিষয়ে গেল জুন/১৮ মাসের সভায়ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং রেজুলেশনের কপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে, কেন পদক্ষেপ নেয়া হচ্ছে না তা তার জানা নেই। সম্প্রতি জাতীয় সংসদে বাজেট বক্তৃতাদানকালে এক দৃষ্টি আকর্ষণী নোটিশে স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা জাহিদুর রহমান জাহিদ হাসপাতালের সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং যতদ্রুত সম্ভব পদগুলো পূরণসহ অন্যান্য সমস্যা সমাধানের দাবি জানান।
জেলা/উপজেলা পর্যায়ের হাসপাতালের ৭ম গ্রেড পর্যন্ত পদায়ন/বদলি বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অধীনে থাকলেও কেন এই স্বাস্থ্য কেন্দ্রের শূন্য পদ ও যন্ত্রপাতিগুলো সরবরাহ করা হচ্ছে না জানতে চাওয়া হলে রংপুর বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালিদ মানবজমিনকে বলেন, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, খুব শিগগিরই হয়তো সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status