বিনোদন

‘সিতারা’ নিয়ে জাহিদের ভিন্ন অভিজ্ঞতা

স্টাফ রিপোর্টার

১২ জুলাই ২০১৯, শুক্রবার, ৮:০০ পূর্বাহ্ন

গত বছরের কথা। তখন জাহিদ হাসানের মুখে দেখা যায় কাঁচা-পাকা দাড়ি।  তখনই তিনি জানান, ভারতের একটি বাংলা ছবিতে তিনি কাজ করছেন। ছবির নাম ‘সিতারা’। এ ছবিতে তাকে দর্শকরা দুটি লুকে দেখতে পাবেন। এবার জানা গেল আগামী ১৯শে জুলাই সেই ছবিটি ভারতের ৫টি প্রদেশে মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন আশীষ রায়। গত বুধবার এ ছবির পোস্টারে দেখা যায় জাহিদ হাসান ও ভারতের অভিনেত্রী রাইমাকে। গতকাল ছবিটি নিয়ে জাহিদ হাসান বলেন, এটি কেমন ব্যবসা করবে তা জানি না। তবে এটুকু বলতে চাই ছবির কাহিনীটা ভালো। আর এখানে দুই বাংলার শক্তিশালী অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছেন। কাজ করতে গিয়ে ভিন্ন একটি অভিজ্ঞতা হয়েছে। আর ছবিটি পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকসহ বেশকিছু প্রদেশে মুক্তি পাচ্ছে। আমি কোরবানি ঈদের পর ভারতে যাবো। আর এদেশেও ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে এই সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। ছবিটি বাংলা, তেলেগু ও তামিল ভাষায় নির্মিত। এই ছবিতে আরো অভিনয় করেছেন নাসির হুসেন, নন্দিনী, ফজলুর রহমান বাবু, এম এ নাসের, সুব্রত দত্ত প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status