ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

জাদেজার রেকর্ড

বিশ্বকাপ ডেস্ক

১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ২:৪২ পূর্বাহ্ন

সেমি থেকে বিদায় নিয়েছে ভারত। প্রথম সেমির লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানের পরাজয় বরণ করেন কোহলিরা। দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে কিউইদের লড়াই বেশ উত্তেজনার পরশ ছড়ায়। শেষ পর্যন্ত পরাজয় দেখতে হয় ভারতীয়দের।

২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২১ রানে অলআউট হয় ভারত। তবে এই ম্যাচে আলো ছড়িয়েছেন স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও এম এস ধোনির ব্যাট। জাদেজা করেন ৫৯ বলে ৭৭ রান। আর ধোনির ব্যাট থেকে আসে ৫০ রান। ৯২ রানে ৬ উইকেট হারানো দলকে টেনে তুলেন তারা।

এই ৭৭ রানের ইনিংস খেলে রেকর্ডের মালিক হয়েছেন জাদেজা। বিশ্বকাপ ইতিহাসের নকআউট পর্বে আট নম্বরে ব্যাট করতে নেমে ২০১৫ বিশ্বকাপে ৪২ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। আর আগের রেকর্ডটি ভেঙে ৭৭ রান করেছেন জাদেজা।

এ তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন দু’জন। সাবেক ইংলিশ ক্রিকেটার ডারমট রিভ ১৯৯৬ বিশ্বকাপে করেছিলেন ৩৫ রান। আর বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে আট নম্বরে নেমে করেছিলেন ৩৫ রান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status